হোম > বিনোদন

শিক্ষার্থীর মাথা ফাটানো ঘটনা নিয়ে যা বললেন পরীমনি

বিনোদন রিপোর্টার

সুনামগঞ্জ জেলার একটি স্কুলে ক্লাস চলাকালীন এক শিক্ষকের ডাস্টারের আঘাতে এক শিক্ষার্থীর মাথা ফেটে রক্ত ঝরার ঘটনা ঘটেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে বইছে নিন্দার ঝড়। অনেকেই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে অভিযুক্ত শিক্ষকের আচরণকে ‘বিকৃত মানসিকতার’ বলে অভিহিত করেছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

পরী লিখেছেন, ‘কত বড় বিকৃত মানসিকতার বড় লোক! এটা শিক্ষক হয় কীভাবে?’

একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘বর্তমানে এমন নির্দয় শিক্ষক খুব বেশি দেখা যায় না। মেয়েরা এমনিতেই কোমলমতি, তাদের এমনভাবে আঘাত করা মেনে নেওয়া যায় না। প্রধান শিক্ষককে আইনের আওতায় এনে তদন্ত সাপেক্ষে শাস্তির ব্যবস্থা করা উচিত।’

অন্য একজন লিখেছেন, ‘ওনাকে (প্রধান শিক্ষক) বিচারের আওতায় আনার জোর দাবি জানাই।’

উল্লেখ্য, ভিডিও ফুটেজে দেখা যায়, ক্লাস চলাকালীন সময় শিক্ষার্থীরা বাহিরে ছুটাছুটি করছেন। এমন সময় অত্র স্কুলের প্রধান শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করেন এবং শিক্ষার্থীদের শাসন করতে শুরু করেন। এ সময় ক্লাসের একাংশকে কান ধরা অবস্থায় দাড়িয়ে ছিলেন। দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের মধ্য থেকে একবারে সামনের চেয়ারে বসে থাকা এক মেয়ে শিক্ষার্থীকে ডাস্টার দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন। ডাস্টারের আঘাতে মাথা ফেটে রক্ত ঝরতে শুরু হয়। তখনও শিক্ষার্থীকে কান ছাড়তে দেননি ওই শিক্ষক। পরে অন্য একজন শিক্ষার্থীকে দিয়ে ক্লাসের মেঝেতে পড়ে থাকা রক্ত মুছে ফেলেন।

যেমন করে সময় কাটছে শবনমের

নেপালে পুরস্কৃত গণ অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’

‘ঝামেলায়’ কবীর সুমন, সাথে আছেন আসিফ আকবর

তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর গল্প

আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’

'সবাই আমাকে একটু বেশি শত্রু ভাবে'

আসছে শারমিন কেয়ার দুই মৌলিক গান

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, অব্যাহতি চান খিজির হায়াত

মোশাররফ করিম-নীলার নতুন নাটক

ইতিবাচক সাড়া ফেলেছে ‘সম্পর্কের গল্প’