হোম > বিনোদন

আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি: শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক

অভিনয় ক্যারিয়ারে একসময় বেশ ব্যস্ত থাকলেও সাম্প্রতিক সময়ে নাটক ও সিনেমায় খুব একটা দেখা যায় না ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয় কমিয়ে দিলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি । কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা দিক নিয়মিত শেয়ার করেন ভক্তদের সঙ্গে। এবার দেশের রাজনীতি নিয়ে তাঁর ক্ষোভের কথা জানান এই অভিনেত্রী।

আজ শনিবার এক ফেসবুক পোস্টে ফারিয়া লিখেছেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেবো, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে ‘জুলাই সিডিআই’ লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি/ডোনেশন/হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’

অনেকটা আক্ষেপ নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘মাঝখানে আমরা, সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?’ আর অন্য পক্ষ বলে, “ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!!!’

সবশেষে তিনি বলেন, ‘এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না!! কই যাবো আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।’

ফারিয়া টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন। এরপর ২০১৩ সালে তিনি 'অল টাইম দৌড়ের উপর' নাটকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন।

বিজয়ের মাসে লিজা’র ‘আমরা সবাই বাংলাদেশ’

বিজয় দিবসে মৌ-এর ‘ডাক্তার বাড়ি’

হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি

মারিয়া, ইমতু ও শাওনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে

শিল্পকলায় দুইদিনব্যাপী বিজয় উৎসব

আবারো সিনেমায় মিম

বিক্রি হচ্ছে বিনোদন সংস্থা স্টুডিও ‘ওয়ার্নার ব্রাদার্স’, অনিশ্চয়তায় হলিউড

যাত্রী হয়ে 'বনলতা এক্সপ্রেস'-এ উঠলেন তারা

মুক্তপ্রাণ মানবিক কবি আবদুল হাই মাশরেকী ছিলেন ভূমিপুত্র

অনির্বাণে ইকবাল খন্দকারের অতিথি ফারুক আহমেদ