নির্মাতা মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ প্রচারের পর থেকে বেশ আলোচনায় এসেছে। ইউটিউবে ‘কোটি কোটি ভিউ পেয়েছে’ নাটকটি সোশ্যাল মিডিয়ায়ও ধারাবাহিকটি নিয়ে চর্চা দেখা যাচ্ছে।
নির্মাতা রাজ জানিয়েছেন, ‘নাটকটির মাত্র ২৬তম পর্বে এসে ভিউয়ের দিক থেকে এক রেকর্ড তৈরি করেছে। ইউটিউব, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ধারাবাহিক নাটকটি এখন পর্যন্ত দেখা হয়েছে ২৬০ কোটি বার!’
রাজের কথায়, ‘এই রেকর্ড বাংলাদেশের কোনো সিরিয়ালের ক্ষেত্রে এক বিরল রেকর্ড। এছাড়াও প্রতিটি পর্বই এক কোটির বেশি ভিউ অতিক্রম করছে, যা দেশের নাটকে এবারই প্রথম।’ দর্শক এবং টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাজ।
তিনি বলেন, ‘এক সময় আমাদের দেশের ধারাবাহিকের জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে বিদেশেও প্রশংসিত হতো। এটা আমাদেরই গল্প নাটকটি সেই ধারাবাহিকতা ফিরিয়ে আনছে এটা ভেবে আনন্দ লাগছে। এই অর্জন আমার পুরো টিমের।’
সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত নাটকটি প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইয়ের পর্দায় এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ‘সিনেমাওয়ালা ইউটিউব’ চ্যানেলে দেখানো হচ্ছে। পারিবারিক বন্ধন, ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে বোনা হয়েছে নাটকের কাহিনি। বড় ভাই ফাহাদ, ছোট ভাই সামির ও তাদের স্ত্রী সায়রা এবং মেহেরিনের গল্পে দেখা যাচ্ছে গল্পের পরতে পরতে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ্ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপুসহ অনেকে। ধারাবাহিকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরার ক্ষণিকালয় শুটিং হাউস ও সাভারের একটি রিসোর্টে। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির।
এ ধারাবাহিকে তিনটি গান ব্যবহার করা হয়েছে। টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান, ‘সে মানালে’ শিরোনামের গান গেয়েছেন শাহরিয়ার মার্সেল এবং ‘জানি না’ গানে কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান ও সুস্মিতা।