হোম > ফিচার > ক্যাম্পাস

শাবি প্রেসক্লাবের পুনর্মিলনীতে বর্ণিল সাজে ক্যাম্পাস

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব তিন দশকে পদার্পণ করেছে। এ উপলক্ষে সংগঠনটির ২০তম কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছে তিন দশক পূর্তি উদ্‌যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানকে কেন্দ্র করে বর্ণিল সাজে সেজেছে শাবিপ্রবি ক্যাম্পাস।

আগামী শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসক্লাবের ২০তম কার্যনির্বাহী কমিটির সভাপতি জুবায়েদুল হক রবিন।

তিনি বলেন, দায়িত্ব, আস্থা ও গৌরবের পথ বেয়ে তিন দশকে পদার্পণ করেছে আমাদের এই প্রেসক্লাব। যাত্রার শুরু থেকেই প্রেসক্লাবের সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার ও নানা অসংগতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তিনি আরও বলেন, প্রেসক্লাবের সাবেক সদস্যদের অনেকেই বর্তমানে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমসহ বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। তিন দশক ধরে সংগঠনটি তার ঐতিহ্য, পেশাদারিত্ব ও সাংবাদিকতার মান বজায় রেখে চলেছে। সাবেক ও বর্তমান সদস্যদের মিলনমেলা ঘিরেই এই পুনর্মিলনীর আয়োজন।

আয়োজক সূত্রে জানা যায়, পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রাখা হয়েছে। এতে প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।

উল্লেখ্য, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে ক্যাম্পাস সাংবাদিকতার ক্ষেত্রে একটি দায়িত্বশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। তিন দশকের এই পথচলায় সংগঠনটি শাবিপ্রবির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

ঢাবিতে ৩ দিনব্যাপী নন-ফিকশন বইমেলা শুরু

চার্জে রেখেই ল্যাপটপে কাজ করে যে ভুল করছেন

আওয়ামীপন্থি শিক্ষককে ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করলেন চাকসু প্রতিনিধিরা

স্নাতকোত্তরে সর্বোচ্চ সিজিপিএ পেলেন কুবি শিবির সেক্রেটারি

যেসব কারণে থাইরয়েড রোগে ভোগে শিশু

খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারত জকসু ছাত্রদল প্যানেলের

খালেদা জিয়া সরকারের অর্থনৈতিক সংস্কার

চ্যাটজিপিটির উত্তরে হতবাক সবাই

জবিতে ডি-ইউনিটে বিশেষ ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা দিলেন ৮ শিক্ষার্থী

কুবিতে বিজ্ঞান অনুষদের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু