হোম > ফিচার > ক্যাম্পাস

রাকসু নির্বাচন: শীর্ষ তিন পদের প্রার্থী কে কোন কেন্দ্র ভোট দেবেন?

প্রতিনিধি, রাবি

দীর্ঘ ৩৫ বছর পর আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১২টায় শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।

জানা গেছে, নয়টি একাডেমিক ভবনের মোট ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নেওয়া প্রধান প্যানেলগুলোর ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা নিজ নিজ হলে বা নির্ধারিত কেন্দ্রে ভোট দেবেন।

 

ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ভোট দেবেন আমির আলি হল কেন্দ্রে (জুবেরি ভবনের পূর্ব হল রুম)। জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা ভোট দেবেন জিয়াউর রহমান হল কেন্দ্রে (শহীদুল্লাহ ভবনের ১৫০ নম্বর গ্যালারি) এবং এজিএস প্রার্থী এস এম সালমান সাব্বির ভোট দেবেন শেরে বাংলা হল কেন্দ্রে (প্রথম বিজ্ঞান ভবনের ১২৯ নম্বর গ্যালারি)।

ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবির ভোট দেবেন সোহরাওয়ার্দী হল কেন্দ্রে (তৃতীয় বিজ্ঞান ভবনের দক্ষিণ-পশ্চিম পার্শ্ব)। জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন ভোট দেবেন হবিবুর রহমান হল কেন্দ্রে (দ্বিতীয় বিজ্ঞান ভবনের ১৩৩ নম্বর কক্ষ) এবং এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা ভোট দেবেন রহমতুন্নেসা হল কেন্দ্রে (রবীন্দ্র ভবনের দক্ষিণ-পশ্চিম পার্শ্বের ১২৩ নম্বর কক্ষ)।

ছাত্র অধিকার পরিষদ মনোনীত রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী মারুফ ভোট দেবেন সোহরাওয়ার্দী হল কেন্দ্রে (তৃতীয় বিজ্ঞান ভবনের দক্ষিণ-পশ্চিম পার্শ্ব)। জিএস প্রার্থী আফরিন জাহান ভোট দেবেন মন্নুজান হল কেন্দ্রে (ডিনস কমপ্লেক্স) এবং এজিএস প্রার্থী আল শাহরিয়ার শুভ ভোট দেবেন বিজয়-২৪ হল কেন্দ্রে (চতুর্থ বিজ্ঞান ভবনের সিএসএল গ্যালারি)।

ছাত্র ইউনিয়নের একাংশের অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪ প্যানেলের ভিপি প্রার্থী গোলাম কিবরিয়া মাসুদ ভোট দেবেন সত্যেন্দ্রনাথ বসু ভবনের ২০৮ নম্বর কক্ষে। জিএস প্রার্থী পরমা পারমিতা ভোট দেবেন ইসমাইল হোসেন সিরাজী ভবনের ১২৮ নম্বর কক্ষে এবং এজিএস প্রার্থী মতিউর রহমান ভোট দেবেন তৃতীয় বিজ্ঞান ভবনে।

এছাড়াও সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী তাসিন খান ভোট দেবেন রোকেয়া হল কেন্দ্রে (রবীন্দ্র ভবনের পূর্ব মধ্য গেইট)। জিএস প্রার্থী রাজন আল আহমেদ ভোট দেবেন সৈয়দ আমীর আলী হল কেন্দ্রে (জুবেরি ভবনের পূর্ব হল রুম) এবং এজিএস প্রার্থী মাহাদী হাসান মাহির ভোট দেবেন শহীদুল্লাহ একাডেমিক ভবনে।

জাতীয় দিবসগুলো আমাদের ঐক্যকে দৃঢ় করে: ঢাবি উপাচার্য

গাকৃবিতে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি আয়োজন

চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি

জাতীয় পলিটেকনিক বিতর্ক উৎসবে উখিয়ার ফাহিম দেশসেরা

পাকিস্তানের পতাকা আঁকাকে কেন্দ্র করে রাতভর উত্তাল জবি ক্যাম্পাস

চবিতে যুবদল নেতার স্লোগান ‘শিবির ধর, জবাই কর’

শিক্ষার্থীদের অবরোধে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য-কোষাধ্যক্ষ

চবি উপ-উপাচার্যের বক্তব্য নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিল চবি প্রশাসন

ববি ছাত্রদলের বিরুদ্ধে বৈছাআ সমন্বয়কসহ দুই শিক্ষার্থীকে নির্যাতন ও হত্যার হুমকি