হোম > ফিচার > ক্যাম্পাস

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন

প্রতিনিধি, ঢাবি

ছাত্র অধিকার পরিষদ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের ১৩৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার সংগঠনটির সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সানাউল্লাহ হক। সিনিয়র সহসভাপতি হিসেবে রাখা হয়েছে নেওয়াজ খান বাপ্পিকে। এছাড়া ২৮ জনকে সহসভাপতি এবং ২৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে রয়েছেন—

সহসভাপতি পদে তসলিম ইসলাম ওভি, মো. ইসমাইল হোসেন সুমন, রোকেয়া জাবেদ মায়া, নজরুল করিম সোহাগ, মাহমুদ পারভেজ, আক্তারুজ্জামান সম্রাট, আশফাক শরীফ, আল মামুন, তামজিদ উদ্দিন, ইকবাল হোসেন, রুদ্র মোহাম্মদ জিয়াদ, ইউসুফ হোসাইন, আবু রায়হান সোহান, তাহসান খান শান্ত, কামাল হোসেন সুমন, ইমরান আহমেদ, সাবিনা ইয়াসমিন, আবু নাঈম, আফতাব মাহমুদ, এইচ আর হাবিব, ফারুক আহমেদ হৃদয়, মাহবুবুল আলম, সোহাগ বাদশা, রুপমিয়া হোসেন রাজ, আখলিমা আক্তার আঁখি, হারুন অর রশীদ, রাকিবুল ইসলাম বাপ্পী ও মো. রাইসুল হকসহ আরও অনেকে।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাকিবুল ইসলাম। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ রাকিব, মেহেদী মারুফ, ইকবাল খান দূর্জয়, মাহমুদুল হাসান সাগর, তানভীর আহমেদ, তাজমিনুর রহমান নাসিম, রিপন আহমেদ, জসিম উদ্দিন, আকাশ চৌধুরী, মো. আলমগীর, মেহেরাফ হোসেন মেহেদী, বনি আমিন সিফাত, পলাশ শেখ, মো. ওয়াছকুরুনী, নাইম হোসেন বাপ্পি, এনামুল হক, সোহেল রানা রাফি, মো. মাইনুল ইসলাম সোহাগ, মোহাম্মদ শাহীন, মো. সালমান, নিলয় বাদশা, সবুজ হোসেন, সাজেদুল বাশার, তানভীর ইসলাম ও সৈয়দ এজাজ আহমেদ।

সাংগঠনিক সম্পাদক হিসেবে বিভিন্ন বিভাগের দায়িত্ব পেয়েছেন—

ঢাকা: জিসান আহমেদ বিপু,

চট্টগ্রাম: রবিউল হাসান তানজিম,

রাজশাহী: মোরশেদুল ইসলাম,

খুলনা: জিহাদুল ইসলাম ইউসুফ,

সিলেট: অলি আহমেদ,

বরিশাল: রাশেদুল ইসলাম,

রংপুর: রাকিবুল ইসলাম শিশির,

ময়মনসিংহ: খান শাহরিয়ার ফয়সাল,

কুমিল্লা: সাইয়েদ সাইফুল এবং

ফরিদপুর: মাহবুবুর রহমান।

দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মাদ আলী তোহা। প্রচার সম্পাদক হয়েছেন মনিরুজ্জামান মনির এবং অর্থ সম্পাদক তারেক আজাদ। প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম এবং সাহিত্য সম্পাদক আবু হানিফ। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন রবিউল ইসলাম শুভ।

এছাড়া আন্তর্জাতিক, কর্মসূচি ও পরিকল্পনা, সমাজসেবা, শিক্ষা ও পাঠচক্র, ক্রীড়া, তথ্য ও গবেষণা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ, বিজ্ঞান ও প্রযুক্তি, আইন, স্বাস্থ্য, সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম, স্কুল ছাত্র, ছাত্রী, মানবাধিকার, ত্রাণ ও দুর্যোগ, ধর্ম, পরিবেশ ও জলবায়ু, কৃষি, কারিগরি শিক্ষা, গণশিক্ষা, ছাত্রবৃত্তি, পাঠাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে সম্পাদক ও সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে এস কে রায়হান আলামিন, আজহারুল ইসলাম, মেহেদী হাসান শিমুল, ফয়সাল আহম্মেদ, ওসমান গণি, রাসেল মাহমুদ, জিসান হোসেন, শেখ হৃদয় আহমেদ জয়, মোরছালিন, সোহেল রানা সোহান ও মোস্তাফিজুর রহমানকে।

নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতারা।

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাকসু নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা

রাবিতে শিবিরের চার দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু

শাকসু নিয়ে উত্তপ্ত ক্যাম্পাস

রাবি অধ্যাপকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণচেষ্টার মামলা

রাবির আওয়ামীপন্থি ২ ডেপুটি রেজিস্ট্রার গ্রেপ্তার

ইসির সিদ্ধান্তের প্রতিবাদে শাবিতে বিক্ষোভ, শাকসু ভবন ঘেরাও

ইসির সিদ্ধান্তের কারণে শাকসু নির্বাচন স্থগিত হবে: নির্বাচন কমিশন

জবি ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ

গোলাম রব্বানীকে অব্যাহতি, দায়িত্ব পেলেন ছিদ্দিকুর রহমান খান

জবির স্টাফ বাসে কর্মকর্তার বিরুদ্ধে ছাত্রীদের হেনস্তার অভিযোগ