হোম > ফিচার > ক্যাম্পাস

হাবিপ্রবিতে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন

প্রতিনিধি, হাবিপ্রবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন। আগামী ২৩ থেকে ২৫ অক্টোবরের এই সম্মেলনে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছায়া জাতিসংঘ সংস্থার ৩৩০ জন শিক্ষার্থী প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

রোববার (১৯অক্টোবর) রাতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন হাবিপ্রবি ছায়া জাতিসংঘের নেতৃবৃন্দ।

এবারের ছায়া জাতিসংঘ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে 'স্বৈরাচারকে রুখে দাও।'

হাবিপ্রবি ছায়া জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ফাহিম আল মাহমুদ বলেন, ‘আমাদের এবারের সম্মেলন তরুণদের নেতৃত্ব চর্চার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এই আয়োজন তরুণদের মাঝে ঐক্য, সাহস ও মানবিক চেতনা জাগ্রত করার এক গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।’

আয়োজক সূত্রে জানা গেছে, এই সম্মেলনে জাতিসংঘ ও বৈশ্বিক কূটনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করার জন্য নয়টি ভিন্নধর্মী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে দু’টি বিশেষায়িত কমিটি এ বছর প্রথমবারের মতো যুক্ত হয়েছে। বিশেষভাবে একটি বিশেষায়িত কমিটিতে দ্বি-প্রতিনিধি পদ্ধতি প্রবর্তন করা হয়েছে, যা হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সম্মেলনের ইতিহাসে নতুন সংযোজন।

উল্লেখ্য, মডেল ইউনাইটেড নেশনস (এমইউএন) বা প্রতীকী জাতিসংঘ সম্মেলন বিশ্বব্যাপী অন্যতম প্রসিদ্ধ যুব সম্মেলন। বিশ্বের প্রায় অধিকাংশ দেশেই অনেক গুরুত্বের সাথে এই সম্মেলনের আয়োজন হয়ে থাকে। ১৯২০ সালে তৎকালীন ‘লিগ অব নেশনস’ এর সিমুলেশন হিসেবে নিউ ইয়র্কে ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনের মাধ্যমে এই আয়োজনের যাত্রা শুরু হয়।

রাবির অর্ধশতাধিক নবীন শিক্ষককে নিয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

বিপিএলের ট্রফি নিয়ে রাবিতে ছাদখোলা বাসে এলেন শান্ত–মুশফিকেরা

ইবিতে সাজিদ হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

হাবিপ্রবিতে ‘এ’ ইউনিটে, প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫২ জন

জামায়াত নেতার বিস্ফোরক মন্তব্যে ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়

উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ শিবিরের, পাল্টা অবস্থানে ছাত্রদল

চাঁদাবাজির অভিযোগ ডাকসুর, মামলা করার হুঁশিয়ারি ছাত্রদলের

ইবিতে জার্নালিজম বিভাগের নিয়োগ বোর্ড স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ

ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাকসুর মশা নিধন কর্মসূচি

২০২৫-২৬ শিক্ষাবর্ষের রুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত