হোম > ফিচার > ক্যাম্পাস

বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নীত করা আমাদের মূল লক্ষ্য

মতবিনিময়ে যবিপ্রবি উপাচার্য

স্টাফ রিপোর্টার, যশোর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেছেন, আমাদের মূল লক্ষ্য যবিপ্রবিকে শিক্ষা ও গবেষণায় বিশ্বমানে উন্নীত করা এবং দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষার্থীদের প্রস্তুত করা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন।

মো. আব্দুল মজিদ বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি পূরণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে এটি একটি আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়টি ইতোমধ্যে উল্লেখযোগ্য অর্জন করেছে। টাইমস হায়ার এডুকেশন ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২৫’ অনুযায়ী বাংলাদেশে যবিপ্রবি শীর্ষস্থান অর্জন করেছে।

এছাড়া ‘এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২৫’-এ বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং কিউএস এশিয়া র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থান লাভ করেছে। বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষক স্থান পেয়েছেন, যা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ।

তিনি আরো বলেন, ক্যাম্পাসকে র‌্যাগিং ও রাজনীতিমুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের গবেষণামুখী করতে চালু করা হয়েছে মাস্টার্স থিসিস ফেলোশিপ।

উপাচার্য জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে যবিপ্রবিতে ৩০৬ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় সিএসই বিভাগে নতুন ভবন, ইনকিউবেশন সেন্টার ও ল্যাব নির্মাণ করা হচ্ছে এবং শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু কুচক্রী মহল বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা থামাতে চাইলেও আমরা উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাব। যশোর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কল্যাণে যবিপ্রবি কাজ করে যাবে।

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় জাকসুর নিন্দা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ঢাকা কলেজ

পরিবর্তনের প্রত্যাশায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

শাকসু নির্বাচন বন্ধে হাইকোর্টে রিট, শিক্ষার্থীদের বিক্ষোভ