হোম > ফিচার > ক্যাম্পাস

সাজিদ হত্যাকারী গ্রেপ্তার না হলে ইবি অচল করে দেয়া হবে: ইবি শিবির

প্রতিনিধি, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (ইকসু) নির্বাচনের নীতিমালা ও রোডম্যাপ দ্রুত ঘোষণা, সাজিদ আব্দুল্লাহর খুনিদের বিচার, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিশ্চিতকরণ, চলতি বছরেই নির্মাণাধীন হলগুলো চালু করা এবং মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবিতে মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রশিবির।

শনিবার (১৮ অক্টোবর) বেলা দেড়টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি পরবর্তীতে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে ছাত্র সমাবেশে পরিণত হয়।

প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ও নেতাকর্মীদের উপস্থিতিতে তারা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ ; ‘ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ’ ; ‘ইকসু নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’; ‘সাজিদ ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘শতভাগ আবাসন, নিশ্চিত করবে প্রশাসন’; ‘বিশ্ব এখন আধুনিক, ইবি কেন যান্ত্রিক’ ইত্যাদি স্লোগান দেয়।

ছাত্র সমাবেশে ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘সাজিদ আব্দুল্লাহ হত্যার খুনিদের এখনো গ্রেপ্তার করা যায় নাই, এটি শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা না, আমরা বলবে এটি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। অন্তর্বর্তী সরকারের কি এত দুর্বল হয়ে গেল যে ৯০ দিন পেরিয়ে গেল অথচ একজন হত্যাকারীকে আপনারা গ্রেপ্তার করতে পারছেন না। এর পেছনে কি রহস্য তা জাতির সামনে উন্মুক্ত করতে হবে। সাজিদের হত্যাকারীদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘এ বছরের শুরু থেকেই আমরা ছাত্র সংসদের ব্যাপারে দাবি জানিয়ে আসছি কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন কার্যকর পদে গ্রহণ করতে পারে নাই, তা আমার বুঝে আসে না। আপনারা বলেছিলেন ১৫ তারিখের মধ্যে নীতিমালা প্রণয়ন করবেন কিন্তু আজকে ১৮ তারিখ চলছে। যদি ছাত্র সংসদ নিয়ে কোনো টালবাহানা চলে তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এর দাঁতভাঙ্গা জবাব দেবে ইনশাল্লাহ।’

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় জাকসুর নিন্দা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ঢাকা কলেজ

পরিবর্তনের প্রত্যাশায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

শাকসু নির্বাচন বন্ধে হাইকোর্টে রিট, শিক্ষার্থীদের বিক্ষোভ