চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ‘শিবির ধর, জবাই কর’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে হাটহাজারী যুবদলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতা হাটহাজারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মেখল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিএম সাইফুল ইসলাম (৪৫)।
সোমবার সন্ধ্যা সাতটার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে এ স্লোগান দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের এক উপ-উপাচার্যের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল, বাম ছাত্রসংগঠন ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থানের সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে জিরো পয়েন্টে অবস্থান নেন জিএম সাইফুল ইসলাম। ওই সময় তার নেতৃত্বে ‘শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ আমার দেশকে বলেন, ধর ধর শিবির ধর, ধইরা ধইরা জবাই কর-এই স্লোগান একসময় ছাত্রলীগ দিত। আমরা ভেবেছিলাম ৫ আগস্টের পর এ ধরনের স্লোগানের পুনরাবৃত্তি আর হবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে, ছাত্রদল, যুবদল ও বহিরাগত সন্ত্রাসীরা আবার একই স্লোগান দিচ্ছে।
তিনি আরো বলেন, ছাত্রলীগের সেই নেতাকর্মীদেরই ছাত্রদল-যুবদলের মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে। ভবিষ্যতে ক্যাম্পাস দখলের সন্ত্রাসী কৌশল হিসেবে এই স্লোগান আবার সামনে আনা হচ্ছে।
এ বিষয়ে বক্তব্য জানতে হাটহাজারী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।