হোম > ফিচার > ক্যাম্পাস

বাংলাদেশ ইতিহাস সমিতির নেতৃত্বে অধ্যাপক জামাল ও রেজাউল করিম

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

বাংলাদেশ ইতিহাস সমিতির ২১তম দ্বিবার্ষিক সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. আহমেদ আব্দুল্লাহ জামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. এস. এম. রেজাউল করিম।

বাংলাদেশ ইতিহাস সমিতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের যৌথ উদ্যোগে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), ঢাকা-তে গত ৯ ও ১০ জানুয়ারি ২০২৬ দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শেষদিন, ১০ জানুয়ারি কার্য অধিবেশনে সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। তিনি ইতিহাসচর্চার গুরুত্ব, গবেষণার বহুমাত্রিকতা এবং জাতীয় উন্নয়নে ইতিহাসবিদদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

দুই দিনব্যাপী সম্মেলনে চারটি অধিবেশনে বাংলাদেশ ও বিশ্বের রাজনীতি, অর্থনীতি, পরিবেশ, স্বাস্থ্য, সমাজ ও সংস্কৃতি, প্রত্নতত্ত্ব ও স্থাপত্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মোট ৫৪টি গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করা হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ইতিহাসবিদ ও গবেষকরা এসব প্রবন্ধ উপস্থাপন করেন।

সভাপতি অধ্যাপক আহমেদ আব্দুল্লাহ জামাল বর্তমানে সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান এবং এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম. রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তার গবেষণার প্রধান ক্ষেত্র অর্থনৈতিক ইতিহাস। পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধ, জাতীয়তাবাদী আন্দোলন, রাজনৈতিক ইতিহাস, সামাজিক ও সাংস্কৃতিক অধ্যয়ন বিষয়ে সক্রিয়ভাবে গবেষণা করে আসছেন। তিনি ২০১৭–২০২০ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ ইতিহাস পরিষদসহ বিভিন্ন জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের জীবন সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি, প্রতি আসনে লড়ছেন ৪৬ জন

৭ কোটি টাকায় গড়া লেক ভরাট করে নির্মিত হচ্ছে গ্যারেজ

ঢাবিতে ৩ দিনব্যাপী নন-ফিকশন বইমেলা শুরু

আওয়ামীপন্থি শিক্ষককে ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করলেন চাকসু প্রতিনিধিরা

স্নাতকোত্তরে সর্বোচ্চ সিজিপিএ পেলেন কুবি শিবির সেক্রেটারি

খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারত জকসু ছাত্রদল প্যানেলের

জবিতে ডি-ইউনিটে বিশেষ ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা দিলেন ৮ শিক্ষার্থী

কুবিতে বিজ্ঞান অনুষদের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

শাবি প্রেসক্লাবের পুনর্মিলনীতে বর্ণিল সাজে ক্যাম্পাস

শহীদ হাদি ও কবি নজরুলের কবর জিয়ারত করলেন জকসুর নবনির্বাচিতরা