হোম > ফিচার > ক্যাম্পাস

হাদির ওপর হামলার প্রতিবাদে জবি ইউটিএল’র মানববন্ধন

প্রতিনিধি, জবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের এমপি (স্বতন্ত্র) প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চ্যাপ্টার।

সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রসায়ন বিভাগের অধ্যাপক ড. শামছুন নাহার বলেন, ‘আমরা সবাই জানি ১২ তারিখ যে হাদির ওপর হত্যাচেষ্টায় গুলি করা হয়েছে সেই হাদির নাম আজ সারাবিশ্ব দেশ জেনে যাচ্ছে। তার প্রতিবাদী কণ্ঠস্বর ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। আমাদের এখন কালচারাল ফ্যাসিজম উত্থাপন হয়েছে হাদির এ ভয়েজ পছন্দ হচ্ছে না, এ জন্য দুনিয়া থেকে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে।’

তিনি আরোও বলেন, অধ্যাপক ড. ইউনুস যে ৩ জিরোর কথা বলেছেন। জুলাই যোদ্ধারও ৩ জিরো বাস্তবায়নের রুপরেখা দিয়েছিলো। আজ আমরা যে হাদিদের জন্য, যে জুলাই যোদ্ধাদের জন্য কথা বলতে পারছি তাদের প্রটেকশন আমাদের দিতে হবে। আমদের সবাইকে তাদের সাথে থাকতে হবে।’

মানববন্ধনে জবি চ্যাপ্টারের সদস্য সচিব অধ্যাপক ড. আসাদুজ্জামান সাদী বলেন, ‘এ জুলাইয়ে পর আমরা কথা বলতে পারছি, এটা সম্ভব হয়েছে জুলাই যোদ্ধাদের প্রাণের বিনিময়ে। হাদির মত কিছু প্রাণ কেড়ে নিতে পারলে জুলাই চেতনা বন্ধ হবে। আমরা তা হতে দিতে চাই না। শোষিত নিপীড়ন জনগনের কথা বলতে প্রয়োজন হাদির মত মানুষ।’

তিনি আরোও বলেন, ‘নির্বাচনে মাধ্যমে এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টি হোক যাতে সবাই হাদির মত কথা বলতে পারবে। হাদিদের মত যারা মুক্তমনা আছে তারা নিরাপত্তা পাবে। হাদিরা মরে না, মরবে না। হাদিরা আবার জন্মাবে। একটা সময় আমরা প্রকৃতভাবেই একটি স্বাধীন রাষ্ট্র পাবো।’ তিনি বিচার চেয়ে বলেন, ‘যারা হাদির আক্রমনের সাথে জড়িত তাদের বিচার আমাদের এখন দাবি।’

ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, ‘ওসমান হাদি সম্পর্কে যত জানতে যাই ব্যক্তিগত ভাবে তত আকৃষ্ট হই। তিনি সহকর্মীর সহায়তার জন্য সর্বোচ্চ ত্যাগশিকার করেছেন। একটি দেশে একদিকে যেমন রাজনৈতিক ফ্যাসিবাদ থাকে, তেমন সাংস্কৃতিক ফ্যাসিবাদ রয়েছে। আজ রাজনৈতিক ফ্যাসিবাদ পালিয়েছে কিন্তু যারা সাংস্কৃতিক ফ্যাসিবাদ তারা এখনো বাংলাদেশে বিদ্যমান।’

তিনি আরোও বলেন, ‘মানুষ মানুষের থেকে চাঁদা নিয়ে ইলেকশন করে কিন্তু ওসমান হাদি ফাঁকা হাতে নির্বাচনে এসেছে। নির্বাচনে যেখানে মানুষকে টাকা দিতে হয় সেখানে হাদিকে মানুষ টাকা দিত। হাদি সাধারণ মানুষের কথা বলে, যারা আধিপত্য নিয়ে কাজ করেন, যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চান তাদের বিরুদ্ধে কথা বলে, কাজ করেছেন। হাদি শিক্ষক, শ্রমিক, কৃষকের কণ্ঠস্বর হয়ে উঠেছেন।’

অপরাধীকে আটক বিষয়ে তিনি বলেন, ‘হাদিকে প্রকাশ্য গুলি করা হলো কিন্তু তাকে অপরাধীকে আটক করা হয়নি। আমরা সামাজিক মাধ্যমে বিভিন্ন আপডেট পেয়ে যাচ্ছি। আমরা শিক্ষকেরা বলতে চাই তাদেরকে গ্রেপ্তার করতে হবে কোনো অবেহলা করা চলবে না।’

অধ্যাপক বিল্লাল হোসেন দাবি নিয়ে বলেন, ‘হাদি পরিস্কার করে বলেছেন জীবন দিব জুলাই দিব না। আমি পরিস্কার করে ২ টি বিষয় জানাতে চাই। অপরাধী গ্রেপ্তারের কোনো তালবাহানা চলবে না। যার নাম বলা হচ্ছে এটার পিছনে কারা, তাদের গ্রেপ্তার চাই।’

মানববন্ধনের পর যোহরের নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হাদির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের অবরোধে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য-কোষাধ্যক্ষ

চবি উপ-উপাচার্যের বক্তব্য নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিল চবি প্রশাসন

ববি ছাত্রদলের বিরুদ্ধে বৈছাআ সমন্বয়কসহ দুই শিক্ষার্থীকে নির্যাতন ও হত্যার হুমকি

বাংলাদেশ-চীন মৈত্রী হলের নকশা উপস্থাপন, শিগগিরই শুরু হবে কাজ

জকসু নির্বাচনে ভিপি-জিএসসহ প্রার্থিতা ফিরে পেলেন ৯ প্রার্থী

সিকৃবিতে সিলেট মুক্ত দিবস পালন

চবি উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্য ঘিরে প্রশাসনিক ভবনে তালা

শাকসু নির্বাচন, ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা

ক্লাস শুরুর ঘোষণা দিল প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন

কুবি ভর্তি পরীক্ষা, আবেদন ৫৭ হাজার ছাড়াল