হোম > ফিচার > ক্যাম্পাস

ফ্যাসিস্ট আ.লীগের পক্ষে ফেসবুক পোস্ট, ইবি শিক্ষার্থী পুলিশ হেফাজতে

প্রতিনিধি, ইবি

ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে ফেসবুক পোস্ট দিয়ে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগর আহমেদ।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

এ সময় শিক্ষার্থীরা আওয়ামী লীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; ধর ধর লীগ ধর, ধরে ধরে জেলে ভর; আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দেন।

জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থী সাগর আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল। সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের ডাকা লকডাউন এবং নির্বাচন বর্জনের ঘোষণার হ্যাশট্যাগে তাকে একাত্মতা প্রকাশ করতে দেখা যায়। এর আগে 'Once again Sheikh Hasina' লিখেও একটি পোস্ট শেয়ার করেন তিনি। এসবের প্রেক্ষিতেই আজ পরীক্ষা দিতে আসলে তাকে আটক করা হয়।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি শোনার সাথে সাথেই আমরা প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হই এবং অভিযুক্ত শিক্ষার্থীকে নিয়মানুযায়ী ইবি থানায় সোপর্দ করি। পুলিশ প্রশাসন পরবর্তীতে আইন অনুযায়ী তার ব্যাপারে ব্যবস্থা নিবে।

এ বিষয়ে জানতে চাইলে ইবি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন একজনকে আমাদের কাছে সোপর্দ করেছে। ছেলেটা এখনো আমাদের হেফাজতেই রয়েছে, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তার বিরুদ্ধে নিয়মানুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় জাকসুর নিন্দা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ঢাকা কলেজ

পরিবর্তনের প্রত্যাশায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

শাকসু নির্বাচন বন্ধে হাইকোর্টে রিট, শিক্ষার্থীদের বিক্ষোভ