হোম > ফিচার > ক্যাম্পাস

কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বুয়েটে বিক্ষোভ

ঢাবি সংবাদদাতা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবির প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১টায় বুয়েটের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পলাশী দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের সড়ক হয়ে রাজু ভাস্কর্যে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় বুয়েটের শিক্ষার্থীরা কুয়েটের শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নিয়ে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙ্গার জন্য অন্তর্বর্তীকালীন সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীদের নামে মামলা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

বক্তব্য প্রদানকালে বুয়েটের শিক্ষার্থী আল ফারাবী বলেন, কুয়েট শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবির প্রতি বুয়েট শিক্ষার্থীরা পূর্ণ সংহতি প্রকাশ করছে। আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জোরালোভাবে দাবি জানাই কুয়েটের শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নিয়ে তাদের অনশন ভঙ্গের ব্যবস্থা করা হোক। পাশাপাশি প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও শিক্ষার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন।

এদিকে কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে #BUETiansStandWithKUETians #StandWithKUET হ্যাশট্যাগ ব্যবহার করছেন।

জাবিপ্রবিতে ছাত্র হলের নাম পরিবর্তনে গণভোট

দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে চবিতে ফ্রি লিগ্যাল এইড সেল চালু

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় জাকসুর নিন্দা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ঢাকা কলেজ

পরিবর্তনের প্রত্যাশায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন