গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের প্রথম রায় সরাসরি দেখছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সরাসরি সম্প্রচারের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
সোমবার সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল-১-এর বিচারক বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় পড়া শুরু করেন।
এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামসহ সংশ্লিষ্টরা ট্রাইব্যুনালে উপস্থিতি হয়েছেন।
এই ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় পড়া শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান বলেন, ‘আমরা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সংবাদ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা নির্বিচারে আমাদের হাজারও ভাইকে হত্যা করেছে। সেই হত্যার বিচারের রায় শোনার অপেক্ষায় বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ।’