জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা দুই দিন বৃদ্ধি করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ নভেম্বর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদনের শেষ সময় নির্ধারিত ছিল ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। শিক্ষার্থীদের সুবিধার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্তে সেই সময়সীমা বাড়িয়ে আগামী ৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
তবে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পূর্বে প্রকাশিত ভর্তি সংক্রান্ত অন্যান্য শর্তাবলি ও বিষয়সমূহ অপরিবর্তিত থাকবে।