হোম > ফিচার > ক্যাম্পাস

বিইউএফটি’তে ন্যাশনাল টেক্সটাইল ম্যানেজমেন্ট ফেয়ার ২০২৫ অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অ্যান্ড ইনোভেশন ক্লাবের ব্যবস্থাপনায় ১৬ নভেম্বর ২০২৫ তারিখ আয়োজন করে শিন শিন গ্রুপ প্রেজেন্টস ন্যাশনাল টেক্সটাইল ম্যানেজমেন্ট ফেয়ার ২০২৫। সহযোগিতায় ছিলো অকো-টেক্স গ্রুপ, সিটিজেনস ব্যাংক, ডাইসিন ও লেজিন ইন্টারন্যাশনাল লিমিটেড। এই ফেয়ারে ২৪টি বিশ্ববিদ্যালয় এবং ৩৭টি কলেজসহ মোট ৬১টি প্রতিষ্ঠান থেকে ৭০০ এরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই আয়োজন দেশের উদীয়মান টেক্সটাইল প্রতিভাবানদের জন্য অন্যতম বৃহত্তম প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হলো। ফেয়ারটি উদ্ভাবন, গবেষণার উৎকর্ষতা এবং শিল্প-শিক্ষা সংযোগের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্প নেতাদের জন্য একটি শক্তিশালী মঞ্চ তৈরি করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিইউএফটি’র কর্মকর্তা এবং শিল্প বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। এর মধ্যে ছিলেন বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ফ্যাকাল্টি অব সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জালিল, রেজিস্টার মো. রফিকুজ্জামান, শারমিন আলম সিমি, (স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপ), মো. ফয়জুর রহমান (এইউএসটি); টিম জাহিদ হোসেন (শিন শিন গ্রুপ), এবং সৈয়দ আহমেদ চৌধুরী (স্কয়ার টেক্সটাইল ডিভিশন)। যারা উদ্ভাবন-ভিত্তিক শিক্ষার গুরুত্ব এবং শিল্প–শিক্ষা সংযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এরপর টেক্সটাইল টক সেশনে বিশেষজ্ঞরা উদীয়মান প্রবণতা ও ভবিষ্যতের শিল্প সুযোগ নিয়ে ধারণা শেয়ার করেন। টেক্সটাইল অলিম্পিয়াড ও ইনোভেশন হাব প্রদর্শনীতে শিক্ষার্থীরা স্মার্ট ম্যাটেরিয়াল, টেকসই গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন, এবং টেক্সটাইল জ্ঞানে তাদের দক্ষতা প্রদর্শন করেন। সকল প্রকল্পের মূল্যায়ন করা হয় সৃজনশীলতা, বাস্তবায়নযোগ্যতা, প্রভাব, যোগাযোগ এবং গবেষণার মান অনুযায়ী।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএ’র সাবেক সভাপতি জনাব ফারুক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাসির, শিন শিন গ্রুপের চেয়ারম্যান মো. সোহেল সাদাত, ইপিবি’র ভাইস চেয়ারম্যান মো. হাসান আরিফ, এসএমই ফাউন্ডেশনের পরিচালক শাহিদ হোসেন শামীম, অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, ন্যাচার ক্রাফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মেহেদী হাসান, এবং বিডব্লিউএম এর সিইও ও ফাউন্ডার রাফি ইসলাম। গেস্ট অব অনার ছিলেন বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।ব্রেইন ব্যাটল অলিম্পিয়াড এবং ইনোভেশন হাব প্রতিযোগিতায় বিজয়ীরা মোট ৯০,০০০ টাকার পুরস্কার গ্রহণ করেন। যেখানে কলেজ লেভেলে চ্যাম্পিয়ন, ১ম রানার ও ২য় রানার আপ হয় যথাক্রমে সরকারি বিজ্ঞান কলেজ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ও শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এবং বিশ্ববিদ্যালয় লেভেলে চ্যাম্পিয়ন, ১ম রানার ও ২য় রানার আপ হয় যথাক্রমে এইউএসটি, বিইউএফটি, ও উত্তরা ইউনিভার্সিটি। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন। এর পর অনুষ্ঠিত হয় প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা।

ঢাবিতে প্রথমবারের মতো ‘আদি নববর্ষ’ উদযাপন

জাবি শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীকে ‘জঙ্গি’ ট্যাগের অভিযোগ

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রশক্তির মশাল মিছিল

দুই দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ, ছাত্রী হলে কেউ নেয়নি ফরম

ব্রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি শিক্ষার্থীদের

শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

ঢাকেবিতে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে বিক্ষোভ

স্বতন্ত্র ভিপি পদে মনোনয়ন নিলেন জবি ছাত্রদল নেতা

যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকতে হবে: ফরহাদ

রাবিতে একই মঞ্চে ডাকসু, চাকসু ও রাকসুর ভিপিরা