হোম > ফিচার > ক্যাম্পাস

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় গাকৃবি উপাচার্যের শোক

আমার দেশ অনলাইন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘এই দুঃসময় আমরা নিহতদের পরিবারগুলোর সঙ্গে সমভাবে শোকাহত। মহান সৃষ্টিকর্তা তাঁদের এই গভীর বেদনাকে সহ্য করার শক্তি দিন—এ প্রার্থনা করি। এই দুর্ঘটনা যেন আমাদের আরও সচেতন করে তোলে এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে সবাইকে উদ্যোগী করে।’

তিনি আরও জানান, ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী এই শোকাবহ সময়ে মাইলস্টোন পরিবারের পাশে রয়েছে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় মানবিক সহায়তা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।’

উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করবে এবং প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করবে, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এ ধরনের কঠিন পরিস্থিতির সম্মুখীন না হতে হয়।’

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেলেন দুই হাজার শিক্ষার্থী

বাংলায় ইসলামের বিস্তারে কৃষি প্রধান নির্ধারক হিসেবে কাজ করেছে

নিয়োগে অনিয়মের সংবাদ প্রকাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ

শাকসু নির্বাচনে ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ নামে শিবিরের প্যানেল ঘোষণা

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাবিয়ান ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

জাবিতে ছাত্রশিবিরের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

বেগম খালেদা জিয়া সকলের হৃদয়ের অন্তঃস্থলে স্থান করে নিয়েছেন: জবি উপাচার্য

জাহাঙ্গীরনর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলায় সচেতনতার বার্তা

২৫ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাকৃবিতে জাতীয় ভাষা উৎসব শুরু