হোম > ফিচার > ক্যাম্পাস

জাকসু নির্বাচনে সংরক্ষিত ৬ নারী আসনেই শিবির সমর্থিতদের জয়

আমার দেশ অনলাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে নারীদের জন্য সংরক্ষিত ছয়টি পদেই বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। জাকসুতে নারীদের জন্য সংরক্ষিত পদগুলো হলো: সহ-সম্পাদক (এজিএস), সহ-ক্রীড়া সম্পাদক, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক এবং কার্যকরী সদস্যের তিনটি পদ।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় ৪৫ ঘণ্টা ধরে গণনা শেষে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল থেকে জন্য যায়, নারী সহ-সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা সর্বোচ্চ ৩ হাজার ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস প্যানেলের মালিহা নামলাহ পেয়েছেন ১ হাজার ৮৩৬ ভোট।

সহ-ক্রীড়া সম্পাদক (নারী) পদে গণিত বিভাগের ফারহানা লুবনা ১ হাজার ৯৭৬ ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্যানেলের সিফাত আরা রুমকি পেয়েছেন ১ হাজার ৮৭৪ ভোট।

সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (নারী) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা ২ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী তাজনিন নাহার তাম্মী পেয়েছেন ১ হাজার ২১৪ ভোট।

কার্যকরী সদস্য (নারী) পদে বরাদ্দ তিনটি পদেই জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। নুসরাত জাহান ইমা পেয়েছেন ৩ হাজার ১৪ ভোট, নাবিলা বিনতে হারুন ২ হাজার ৭৫০ ভোট এবং ফাবলিহা জাহান ২ হাজার ৪৭৫ ভোট। সংরক্ষিত ছয়টি পদে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র মিলে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় জাকসুর নিন্দা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ঢাকা কলেজ

পরিবর্তনের প্রত্যাশায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

শাকসু নির্বাচন বন্ধে হাইকোর্টে রিট, শিক্ষার্থীদের বিক্ষোভ