হোম > ফিচার > ক্যাম্পাস

ঢাকা কলেজে শহীদ ওয়াসিম স্মৃতি সংসদের সদস্য সংগ্রহ সপ্তাহ শুরু

ঢাকা কলেজ প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানের ২য় শহীদ শহীদ ওয়াসিম আকরামের স্মরণে গঠিত সামাজিক সংগঠন “শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ- ঢাকা কলেজ”–এর সদস্য সংগ্রহ সপ্তাহ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার ঢাকা কলেজ ক্যাম্পাসে উদ্বোধনী কার্যক্রমের মাধ্যমে সদস্য সংগ্রহ সপ্তাহের সূচনা করা হয়েছে।

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক মোহাম্মদ জিয়াউর রহমান খন্দকারের সার্বিক ব্যবস্থাপনায় এই কার্যক্রম শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মিলাদ হোসেন, শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ ঢাকা কলেজের সভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নাঈম, সিনিয়র সহ-সভাপতি রুবায়েদ হোসেন সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় সংগঠনটির সভাপতি মো. শরিফুল ইসলাম বলেন, শহীদ ওয়াসিমের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তাঁর আদর্শ ধারণ করেই শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে কাজ করবে এই সংগঠন।

সংগঠনের সাধারণ সম্পাদক আবু নাঈম বলেন, শহীদদের স্মৃতি শুধু স্মরণে সীমাবদ্ধ না রেখে তা সমাজ গঠনের কাজে বাস্তব রূপ দেওয়াই শহীদ ওয়াসিম স্মৃতি সংসদের অঙ্গীকার। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সংগঠন আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সদস্য সংগ্রহ সপ্তাহ চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় শহীদ ওয়াসিম স্মৃতি সংসদের সদস্য হতে পারবেন। শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, গণতান্ত্রিক চেতনা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিই এই সংগঠনের মূল লক্ষ্য।

উল্লেখ্য, সদস্য সংগ্রহ সপ্তাহ উপলক্ষে ক্যাম্পাসজুড়ে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ক্লাস–পরীক্ষা বর্জন

জাবিপ্রবিতে ছাত্র হলের নাম পরিবর্তনে গণভোট

দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে চবিতে ফ্রি লিগ্যাল এইড সেল চালু

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় জাকসুর নিন্দা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ঢাকা কলেজ

পরিবর্তনের প্রত্যাশায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ