হোম > ফিচার > ক্যাম্পাস

শাবিপ্রবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৮ ডিসেম্বর

প্রতিনিধি, শাবিপ্রবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ৮ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন, যা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

গত রোববার ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবেদন যোগ্যতা হিসেবে বলা হয়েছে, ২০২৪ অথবা ২০২৫ সালের এইচএসসি (সাধারণ/কারিগরি)/আলিম/ডিপ্লোমা-ইন-কমার্স/সমমান এবং ২০২২ অথবা ২০২৩ সালের এসএসসি (সাধারণ/কারিগরি)/দাখিল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ‘এ’ ইউনিটে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ-৩-সহ মোট জিপিএ-৬ দশমিক ৫ থাকতে হবে। এইচএসসিতে গণিতে কমপক্ষে জিপিএ-৩ (এ লেভেলে সি গ্রেড) প্রয়োজন।

‘বি’ ইউনিটে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩-সহ মোট ৬ থাকতে হবে।

এছাড়া ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০২০ অথবা ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জিসিইর ক্ষেত্রে আইজিসিএসই (ও লেভেল) এ কমপক্ষে দুটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ পাঁচটি বিষয়ে পাস এবং আইএএলে (এ লেভেল) কমপক্ষে একটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ তিনটি বিষয়ে পাস থাকতে হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি

‘এ’ ইউনিটের পরীক্ষা ১৩ জানুয়ারি, বেলা ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা এবং ‘বি’ ইউনিটের ১৪ জানুয়ারি, বেলা ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা।

আবেদন ফি

এ১ (বিজ্ঞান) ইউনিট ১ হাজার ২৫০ টাকা, এ২ (আর্কিটেকচার) ১ হাজার ৪০০ টাকা এবং ‘বি’ ইউনিট ১ হাজার ২০০ টাকা। আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, আবেদন ফি এবং জমা দেওয়ার পদ্ধতি ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে (https://admission.sust.edu.bd) ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

ডাকসুর মুক্তিযুদ্ধ সম্পাদক কর্তৃক শহীদের সংখ্যা বিকৃতির অভিযোগ ছাত্রশক্তির

শিবির সমর্থিত প্যানেলের ভিপি-জিএস প্রার্থীকে শোকজ

চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের আহ্বান ছাত্রসংসদগুলোর

ঢাবির জরাজীর্ণ মেডিকেল সেন্টার আধুনিকায়নে কাজ শুরু

খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পেছনে বাকৃবির অবদান অপরিসীম

কৃষিশিক্ষা ও গবেষণার প্রাণকেন্দ্র: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

ব্রাকসু নির্বাচনের তফসিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত

৪ ডিসেম্বরের পর জবির আটকে থাকা সেমিস্টার পরীক্ষা শুরু

বিজয়ের মাস উদযাপন উপলক্ষে ঢাবিতে বর্ণাঢ্য র‌্যালি

শাবিপ্রবিতে দুই দিনব্যাপী একাডেমিক রাইটিং প্রশিক্ষণ শুরু