হোম > ফিচার > ক্যাম্পাস

ক্লাস শুরুর ঘোষণা দিল প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন

প্রতিনিধি, ঢাকা কলেজ

প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন প্রক্রিয়া ঘিরে দীর্ঘদিনের আন্দোলন, অনিশ্চয়তা ও শিক্ষার্থীদের ক্ষোভের পর অবশেষে ক্লাস শুরুর বিজ্ঞপ্তি দিয়েছে অন্তর্বর্তী প্রশাসক।

রোববার ১৪ ডিসেম্বর প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পাঠদান কার্যক্রম ১ লা জানুয়ারি ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি সম্পন্ন হওয়ার পর আগামী ১লা জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে সাত কলেজের সকল বিভাগে পরিচিতি সভা ও ক্লাস কার্যক্রম শুরু হবে। এদিন সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে নিজ নিজ বিভাগে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও জানানো হয়, শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সাত কলেজের অধ্যক্ষ মহোদয়দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন, প্রশাসনিক কাঠামো, একাডেমিক ক্যালেন্ডার ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরে সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন। ক্লাস, পরীক্ষা ও ভর্তি কার্যক্রমে বিলম্বের কারণে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অনিশ্চয়তা তৈরি হয়। আন্দোলনের ধারাবাহিকতায় ক্লাস শুরুর এই বিজ্ঞপ্তিকে শিক্ষার্থীরা একটি প্রাথমিক অগ্রগতি হিসেবে দেখলেও, দ্রুত পূর্ণাঙ্গ একাডেমিক রোডম্যাপ ও স্থায়ী সমাধানের দাবি এখনো অব্যাহত রয়েছে।

শিক্ষার্থীদের অবরোধে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য-কোষাধ্যক্ষ

চবি উপ-উপাচার্যের বক্তব্য নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিল চবি প্রশাসন

ববি ছাত্রদলের বিরুদ্ধে বৈছাআ সমন্বয়কসহ দুই শিক্ষার্থীকে নির্যাতন ও হত্যার হুমকি

বাংলাদেশ-চীন মৈত্রী হলের নকশা উপস্থাপন, শিগগিরই শুরু হবে কাজ

জকসু নির্বাচনে ভিপি-জিএসসহ প্রার্থিতা ফিরে পেলেন ৯ প্রার্থী

সিকৃবিতে সিলেট মুক্ত দিবস পালন

চবি উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্য ঘিরে প্রশাসনিক ভবনে তালা

হাদির ওপর হামলার প্রতিবাদে জবি ইউটিএল’র মানববন্ধন

শাকসু নির্বাচন, ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা

কুবি ভর্তি পরীক্ষা, আবেদন ৫৭ হাজার ছাড়াল