হোম > ফিচার > ক্যাম্পাস

ভিসির দপ্তরে ‘মুলা’ পাঠিয়ে নীরব প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের

প্রতিনিধি, ববি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চলমান নানা সমস্যার সমাধানে বারবার আশ্বাসের প্রতিবাদে ও দ্রুত সমাধানের দাবিতে উপাচার্যের কার্যালয়ে প্রতীকীভাবে ৫ কেজি ‘মুলা’ পাঠিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন। প্রশাসনের ‘দায়সারা আশ্বাসে’ ক্ষুব্ধ হয়ে এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপাচার্যের একান্ত সচিব ড. এ. এফ. এম. বোরহান উদ্দিনের হাতে এই মুলার ব্যাগ তুলে দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন শুধু আশ্বস্ত করেই যাচ্ছে, কিন্তু কোনো বাস্তব পদক্ষেপ নেই। এই আশ্বাসই একপ্রকার ‘মুলা ঝোলানো’। তাই তারই প্রতিবাদে প্রতীকীভাবে মুলা দিয়ে গেলাম।

হিট প্রজেক্ট, ল্যাব রুম ও বাকসু নিয়ে হতাশা

নেতাকর্মীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় চলতি বছরে একটি ‘হিট প্রজেক্ট’ পেলেও প্রকল্প সংশ্লিষ্টরা চাওয়া ল্যাব রুম দুই মাসেও বরাদ্দ করতে পারেনি প্রশাসন।

এছাড়া, আগামী ২৫ ডিসেম্বর ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন হওয়ার কথা থাকলেও গঠনতন্ত্রের নীতিমালা এখনো ইউজিসিতে পাঠানো হয়নি বলেও জানান তারা। এতে জাতীয় নির্বাচনের আগে বাকসু নির্বাচন আদৌ হবে কি না—সে বিষয়ে সংশয় প্রকাশ করেন ছাত্ররা।

ইসলামী ছাত্র আন্দোলনের প্রচার সম্পাদক মেহেদি হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নানা সংকট চললেও কার্যকর কোনো সমাধান নেই। প্রশাসন শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে—যা এখন ‘মুলা’তে পরিণত হয়েছে। এই মুলা নিতে নিতে আমরা ক্লান্ত। তাই আজ প্রতীকী প্রতিবাদ হিসেবে সেই মুলা প্রশাসনকেই ফিরিয়ে দিলাম। আশা করি এবার তাদের টনক নড়বে।

সংগঠনের সভাপতি হাসিবুল হোসেন বলেন, খেলার মাঠ সংস্কারের কাজ ছয় মাসেও শেষ হয়নি। শিক্ষকদের পদোন্নতি ও বেতন কাঠামো নিয়ে অচলাবস্থা, রাস্তাঘাটের বেহাল দশা—এসব নিয়ে প্রশাসনের ভ্রূক্ষেপ নেই। আমরা এসব সংকটের দ্রুত সমাধান চাই।

তিনি আরো বলেন, অবকাঠামো উন্নয়নের দাবিতে শিক্ষার্থীরা অনশনে বসলে ভিসিসহ প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা আশ্বাস দেন এবং অনশন ভাঙানো হয়। কিন্তু৷ কয়েক মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

আবারো পেছালো জকসু নির্বাচন

দুই লাখ ছাড়ালো রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন

আমার দেশের বেরোবি প্রতিনিধিকে ছাত্রদল নেতার মামলার হুমকি

ছাত্রদলের এক কমিটিতেই ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ

সাইটেশন জালিয়াতি করে ‘সেরা গবেষক’ শেকৃবির প্রোভিসি অধ্যাপক বেলাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক বরখাস্ত, পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

নির্ধারিত সময়ে ‎ব্রাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জালিয়াতি করে নিয়োগ, আওয়ামীপন্থি শিক্ষককে চাকরিচ্যুতির সুপারিশ

জবিতে ভর্তি আবেদনের সময় ২ দিন বাড়ল

যথাসময়ে জকসু নির্বাচন না হলে প্রশাসনকে ক্যাম্পাস ছাড়তে হবে: ঐক্যবদ্ধ জবিয়ান