হোম > ফিচার > ক্যাম্পাস

বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক বর্জনের আহ্বান ঢাবির

প্রতিনিধি, ঢাবি

বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষ্যে “প্লাস্টিক ব্যবহার বর্জন করি, দূষণ ও প্লাস্টিকমুক্ত সবুজ ক্যাম্পাস গড়ি” স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে আরবরিকালচার সেন্টার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, পরিবেশ সংসদ এবং গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক।

সেমিনারে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও সমাধান নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এতে প্লাস্টিক দূষণের ঝুঁকি, মানবস্বাস্থ্য ও পরিবেশে এর প্রভাব এবং বিকল্প উপকরণের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “মানবজাতির অস্তিত্ব রক্ষায় পরিবেশ সংরক্ষণ অত্যন্ত জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতোমধ্যে নানা পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গাছের পাতা পোড়ানো ও আতশবাজি বন্ধ, প্লাস্টিক বর্জন কর্মসূচি ও বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে আমরা একটি সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে চাই।”

তিনি আরও জানান, এসব কর্মকাণ্ডে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করা এবং স্বেচ্ছাসেবার ভিত্তিতে এগিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। পাশাপাশি সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা হয়েছে।

সেমিনার শেষে শিক্ষকদের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি সিনেট ভবন থেকে বের হয়ে মল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে দেশীয় প্রজাতির বেশ কিছু গাছের চারা রোপণ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সচেতনতা ও টেকসই ভবিষ্যতের অঙ্গীকারকে সামনে রেখে এই আয়োজন সকলের মাঝে পরিবেশবিষয়ক সচেতনতা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় জাকসুর নিন্দা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ঢাকা কলেজ

পরিবর্তনের প্রত্যাশায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

শাকসু নির্বাচন বন্ধে হাইকোর্টে রিট, শিক্ষার্থীদের বিক্ষোভ