হোম > ফিচার > ক্যাম্পাস

ওসমান হাদি হত্যার বিচার চেয়ে ঢাবিতে স্মরণসভা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাবির অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এ দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

স্মরণসভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাছিমা খাতুন, অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. স. ম. আলী রেজা, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়া, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং ইনকিলাব মঞ্চের মো. বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন দোয়া মাহফিল ও স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. শরীফুল ইসলাম। এ সময় ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইনকিলাব মঞ্চের নেতারা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শহীদ ওসমান হাদির জীবন ছিল সংক্ষিপ্ত হলেও অল্প সময়েই তিনি তার আদর্শকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। তিনি বলেন, ওসমান হাদি সবসময় ন্যায় ও মজলুমের পক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার হত্যাকাণ্ড কেবল একজন মানুষকে নয়, বরং একটি আদর্শকে হত্যার অপচেষ্টা।

তিনি দ্রুততম সময়ের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান এবং এ ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

ছুরি ধরে সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাই, নেপথ্যে ছাত্রদল কর্মী

রাবির অর্ধশতাধিক নবীন শিক্ষককে নিয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

বিপিএলের ট্রফি নিয়ে রাবিতে ছাদখোলা বাসে এলেন শান্ত–মুশফিকেরা

ইবিতে সাজিদ হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

হাবিপ্রবিতে ‘এ’ ইউনিটে, প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫২ জন

জামায়াত নেতার বিস্ফোরক মন্তব্যে ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়

উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ শিবিরের, পাল্টা অবস্থানে ছাত্রদল

চাঁদাবাজির অভিযোগ ডাকসুর, মামলা করার হুঁশিয়ারি ছাত্রদলের

ইবিতে জার্নালিজম বিভাগের নিয়োগ বোর্ড স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ

ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাকসুর মশা নিধন কর্মসূচি