হোম > ফিচার > ক্যাম্পাস

ডাকসুর মুক্তিযুদ্ধ সম্পাদক কর্তৃক শহীদের সংখ্যা বিকৃতির অভিযোগ ছাত্রশক্তির

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের শহীদ সংখ্যা বিকৃতির অভিযোগ তুলেছে জাতীয় ছাত্রশক্তি ঢাবি শাখা।

সংগঠনটির দাবি- সম্পাদক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে ‘লক্ষাধিক শহীদ’-এর পরিবর্তে ‘সহস্র’ শব্দ ব্যবহার করে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা বিকৃত করেছেন।

ছাত্রশক্তির মতে, এ ধরনের শব্দচয়ন শুধু তথ্য বিকৃতিই নয়, মুক্তিযুদ্ধের প্রতি অবমাননা এবং শহীদদের আত্মত্যাগকে ক্ষুণ্ন করার শামিল। একই পোস্টে ‘মুক্তিযুদ্ধ’ শব্দটিও উল্লেখ না করায় সংগঠনটি বিষয়টিকে ‘মুক্তিযুদ্ধবিষয়ক হীনমন্যতা’ হিসেবে দেখছে।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী বলেন, “ডাকসুর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী একজন নেতার কাছ থেকে এমন দায়িত্বহীন মন্তব্য অত্যন্ত উদ্বেগজনক। এতে প্রশ্ন উঠেছে- তিনি আদৌ মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদকের পদে দায়িত্ব পালনের যোগ্য কি না।”

তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের মতো জাতির সর্বোচ্চ অর্জন সম্পর্কে ডাকসুর অবস্থান স্পষ্ট নয় বলেই এমন ঘটনা ঘটছে।

“ডাকসু কি মুক্তিযুদ্ধকে কেবল ‘সহস্র’ শহীদের সংগ্রাম মনে করে?”- প্রশ্ন তোলেন তিনি।

ছাত্রশক্তির দাবি, ডাকসুকে অবিলম্বে মুক্তিযুদ্ধ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট সম্পাদককে শহীদের সংখ্যা বিকৃতির জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

শাবিপ্রবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৮ ডিসেম্বর

শিবির সমর্থিত প্যানেলের ভিপি-জিএস প্রার্থীকে শোকজ

চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের আহ্বান ছাত্রসংসদগুলোর

ঢাবির জরাজীর্ণ মেডিকেল সেন্টার আধুনিকায়নে কাজ শুরু

খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পেছনে বাকৃবির অবদান অপরিসীম

কৃষিশিক্ষা ও গবেষণার প্রাণকেন্দ্র: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

ব্রাকসু নির্বাচনের তফসিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত

৪ ডিসেম্বরের পর জবির আটকে থাকা সেমিস্টার পরীক্ষা শুরু

বিজয়ের মাস উদযাপন উপলক্ষে ঢাবিতে বর্ণাঢ্য র‌্যালি

শাবিপ্রবিতে দুই দিনব্যাপী একাডেমিক রাইটিং প্রশিক্ষণ শুরু