হোম > ফিচার > ক্যাম্পাস

জবিতে ৩০ ডিসেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ

জকসু নির্বাচন

প্রতিনিধি, জবি

ছবি: আমার দেশ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট ও বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে নির্বাচন উপলক্ষ্যে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন সেবা স্বাভাবিক নিয়মেই চালু থাকবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে তাঁর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে নির্বাচনের দিন অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও দাপ্তরিক ও অন্যান্য জরুরি সেবা সচল থাকবে। বিশেষ করে শিক্ষার্থীদের কেন্দ্রে আসার সুবিধার্থে বাস চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ৩০ ডিসেম্বর জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দিনটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের পূর্বনির্ধারিত ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। তবে পরিবহন চালকদের ডিউটি এবং বাসের রুটগুলো নিয়মিত শিডিউল অনুযায়ী পরিচালিত হবে।

নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত এই নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ক্লাস-পরীক্ষা স্থগিত রাখা হলেও যাতায়াত নির্বিঘ্ন করতে পরিবহন সচল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এছাড়াও জানা যায়, নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা চালু থাকলেও নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হতে পারে।

উল্লেখ্য, ২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এটিই প্রথম জকসু নির্বাচন। গত ২৭ অক্টোবর জকসু নীতিমালা চূড়ান্ত হওয়ার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ সংশোধিত ইশতেহার অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চবিতে ওসমান হাদির স্বরণে দেওয়াল লিখন-গ্রাফিতি

জবি ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে প্রত্যাশা ও রাজনৈতিক দর্শনের সংকলন

রাবিতে শহীদ ওসমান হাদি স্মরণে আলোচনা ও নিবেদিত কবিতা পাঠ

হাবিপ্রবিতে ৫৭৬ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন

শাবিপ্রবিতে ভর্তি আবেদন ৭২ হাজার শিক্ষার্থীর

হাদির হত্যার প্রতিবাদে যোগ দেওয়ায় ছাত্রদল নেতার পদ স্থগিত

জাবিতে প্রক্সি দিতে আসা ঢাবি শিক্ষার্থীসহ দুইজনকে কারাদণ্ড

বেরোবিতে দুই ভবনের নাম পাল্টে শহীদ আবরার ফাহাদ-ওসমান হাদি নামকরণ

হাদির পাশে দাঁড়ানোর মতো এই বাংলাদেশে কেউ নেই: রাবি উপাচার্য