হোম > ফিচার > ক্যাম্পাস

ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়তে চান শিবিরের জিএস প্রার্থী

আমার দেশ অনলাইন

চাকসুর ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব। ছবি : সংগৃহীত

নির্বাচিত হলে ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী সাইদ বিন হাবিব।

বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনে ভোট দিতে এসে এমন কথা জানান তিনি।

সাইদ বিন হাবিব বলেন, ভোট শিক্ষার্থীদের একান্ত ব্যক্তিগত অধিকার। শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করবেন, তাঁকেই নির্বাচিত করবেন। এই সিদ্ধান্ত একান্ত তাদের ব্যক্তিগত।

তিনি বলেন, শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করলে আমি শিক্ষার্থীবান্ধব কাজ করব । শিক্ষার্থীদের কল্যাণেই আমরা কাজ করে যাব। একটা স্বপ্নের সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে আমি কাজ করে যাব। বিশ্ববিদ্যালয়কে একটি একাডেমিক ক্যাম্পাসে পরিণত করব।

ছাত্রশিবিরের এই জিএস প্রার্থী বলেন, ১২ মাসে ৩৩ দফা সংস্কার করে ৯টি কি’ পয়েন্টে কাজ করবে সম্মিলিত শিক্ষার্থী জোট। সবাইকে সঙ্গে নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়তে চাই। নির্বাচনে জিতি-হারি সমস্যা নেই, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব।

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ দিন সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় জাকসুর নিন্দা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ঢাকা কলেজ

পরিবর্তনের প্রত্যাশায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

শাকসু নির্বাচন বন্ধে হাইকোর্টে রিট, শিক্ষার্থীদের বিক্ষোভ