হোম > ফিচার > ক্যাম্পাস

ওসমান হাদির নামে হল দাবি কুবি শিবির সেক্রেটারির

প্রতিনিধি, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নির্মাণাধীন ২০০ একরের নতুন ক্যাম্পাসে শহীদ শরীফ ওসমান হাদির নামে একটি আবাসিক হলের নামকরণের দাবি জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মোজাম্মেল হোসেন আবির। গত বৃহস্পতিবার মধ্যরাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রতিবাদে ডাকা বিক্ষোভ কর্মসূচিতে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, জুলাই আন্দোলন যখন চারদিকে স্তিমিত হয়ে যাচ্ছিল, তখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকেই আগুনের দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়েছিল। আমরা এই ক্যাম্পাস থেকেই ঘোষণা করতে চাই, নতুন ক্যাম্পাসে শহীদ শরীফ ওসমান হাদির নামে একটি হল দিতেই হবে। এটি আমাদের সবার প্রাণের দাবি। প্রশাসনকে অবশ্যই এই দাবি মেনে নিতে হবে।

তিনি আরো বলেন, কোনো ঘটনা ঘটলে আমরা রাজপথে নামি, মিছিল করি। কিন্তু সেই মিছিলের মধ্যেই আমাদের প্রতিবাদ সীমাবদ্ধ থাকে। আজ গণঅভ্যুত্থানের দেড় বছর পার হলেও আমরা দৃশ্যমান কোনো বিচার দেখতে পাইনি। কুমিল্লায় ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের চিহ্নিত করে দেখিয়ে দিয়েছিল এবং শিক্ষক নামধারী কিছু কুলাঙ্গার পুলিশকে লেলিয়ে দিয়েছিল। কিন্তু বিগত ১৬ মাসেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি।

শিবির সেক্রেটারি অভিযোগ করে বলেন, আমরা দেখেছি নিষিদ্ধ সংগঠনের দোসররা এখনো ক্যাম্পাসে বুক ফুলিয়ে চলাফেরা করছে, যা জুলাই অভ্যুত্থানের পর হওয়ার কথা ছিল না। এই ক্যাম্পাস থেকে আজ আমরা ঘোষণা করতে চাই, আগামীকাল থেকে কোনো সুশীলতা চলবে না। ক্যাম্পাসে যেসব নিষিদ্ধ সংগঠনের দোসর রয়েছে, প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে। প্রশাসন যদি ব্যর্থ হয়, তাহলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।

বেরোবিতে ওসমান হাদির গায়েবানা জানাজার নামাজ আদায়

ওসমান হাদির মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি: ঢাবি সাদা দল

হাদির মৃত্যু দেশের গণতান্ত্রিক পরিসরে অপূরণীয় ক্ষতি: জাবি উপাচার্য

স্বৈরাচারী শক্তি বা তাদের সহযোগীদের কোনো সুযোগ দেওয়া যাবে না

হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতীয় মদদে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে

ওসমান হাদির হত্যার প্রতিবাদে বাকৃবিতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ

হাদির রুহের মাগফিরাত কামনায় জাবিতে দোয়া মাহফিল

হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে চবি শিবিরের বিক্ষোভ

ওসমান হাদির হত্যাকারীদের শাস্তির দাবিতে ইবিতে বিক্ষোভ