জাবি শাখা ছাত্রশক্তির সভাপতি
ভারতীয় মদদে ওসমান হাদীকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শক্তির সভাপতি জিয়াউদ্দিন আয়ন।
শুক্রবার বিকালে জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে এই কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, ইন্টেরিম সরকারের ব্যর্থতার কারনে ওসমান হাদি ভাইয়ের মৃত্যু হয়েছে। অবিলম্বে ভারতে পালিয়ে থাকা হত্যাকারীকে গ্রেপ্তার করতে হবে।
আগামী ৪৮ ঘন্টার মধ্যে যদি ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসীকে গ্রেপ্তার করে হস্তান্তর করা না হয় তাহলে ভারতীয় হাইকমিশনের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। একই সাথে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
এসময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুলাই হামালায় অভি্যুক্ত শিক্ষক–শিক্ষার্থীদের বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানান।
আগামী জানুয়ারি মাসের মধ্যে হামালয় মদদদাতা শিক্ষকদের বিচার নিশ্চিত না করলে আন্দোলনের হুশিয়ারি দেন।