হোম > ফিচার > ক্যাম্পাস

ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় জবির বিএনসিসি-রেঞ্জার-রোভাররা

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবিতে) অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তায় সেবা দান করছেন বিশ্ববিদ্যালয়টির বিএনসিসি, রেঞ্জার ও রোভার স্বেচ্ছাসেবকেরা। শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষ খুঁজে দেওয়া, এমনকি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কক্ষে পৌঁছে দেওয়া—সব ক্ষেত্রেই তারা সেবাদান করে সহযোগিতা করছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় কাজ করছেন তারা।

সরেজমিনে দেখা গেছে, পরীক্ষার দিন সকাল থেকেই স্বেচ্ছাসেবীরা পরীক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন। তারা পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দেওয়া, দিকনির্দেশনা প্রদান, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রয়োজনীয় তথ্য সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তার কাজেও তারা সক্রিয় ভূমিকা পালন করেন।

বিএনসিসি ও রোভার রেঞ্জার্স সদস্যরা জানিয়েছেন, তাদের সুশৃঙ্খল ও দায়িত্বশীল কর্মকাণ্ডের ফলে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকেরাও স্বেচ্ছাসেবীদের আন্তরিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন।

এসআর

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিতেই হচ্ছে, অনুমতি দিল ইসি

চবিতে উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবি ছাত্রদলের

চবি উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ছাত্রদলের

চবিতে দুদকের অভিযান

শাকসু নির্বাচন, অঙ্গীকারনামা প্রত্যাখ্যান করে স্মারকলিপির সিদ্ধান্ত

শাকসু নিয়ে উত্তপ্ত ক্যাম্পাস, সিদ্ধান্তহীনতায় নির্বাচন কমিশন

শাকসু নির্বাচন নিয়ে ইসির ৩ শর্ত, প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

তিন শর্ত মেনে অঙ্গীকারনামা দিতে হবে প্রার্থীদের, প্রত্যাখ্যান করে বিক্ষোভ

রেজিস্ট্রেশন ফি বাড়ানোর প্রতিবাদে খুবিতে বিক্ষোভ

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জবিতে শীতবস্ত্র বিতরণ