হোম > ফিচার > ক্যাম্পাস

জবিতে সব সামাজিক–সাংস্কৃতিক কার্যক্রম স্থগিত

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে শৃঙ্খলা ও নির্বাচনি পরিবেশ বজায় রাখার জন্য সকল ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু ও হল সংসদ নির্বাচনের নির্বাচনি আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র বিতরণের আগের দিন থেকে নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ক্যাম্পাসে কোনো সামাজিক, সাংস্কৃতিক কিংবা কল্যাণমূলক কার্যক্রম আয়োজন করা যাবে না।

এছাড়া নির্বাচনি আচরণবিধির ৬ (ঘ) ধারায় উল্লিখিত নিষেধাজ্ঞা অনুযায়ী নির্বাচনি প্রচারণায় কোনো বহিরাগত ব্যক্তি বা প্রতিষ্ঠান অংশ নিতে পারবে না। তবে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা রিটার্নিং কর্মকর্তার অনুমোদিত বিশেষ পরিচয়পত্র গ্রহণ সাপেক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো পূর্ণ প্যানেলের পক্ষে সর্বোচ্চ ৫০ জন, আংশিক প্যানেলের পক্ষে প্রতি প্রার্থী ২ জন এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সর্বোচ্চ ২ জন বিশেষ পরিচয়পত্র নিতে পারবেন। এই পরিচয়পত্র একবারই ইস্যু করা হবে এবং নির্বাচনি প্রচারণা চলাকালীন সময় পর্যন্ত কার্যকর থাকবে।

রাবির অর্ধশতাধিক নবীন শিক্ষককে নিয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

বিপিএলের ট্রফি নিয়ে রাবিতে ছাদখোলা বাসে এলেন শান্ত–মুশফিকেরা

ইবিতে সাজিদ হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

হাবিপ্রবিতে ‘এ’ ইউনিটে, প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫২ জন

জামায়াত নেতার বিস্ফোরক মন্তব্যে ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়

উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ শিবিরের, পাল্টা অবস্থানে ছাত্রদল

চাঁদাবাজির অভিযোগ ডাকসুর, মামলা করার হুঁশিয়ারি ছাত্রদলের

ইবিতে জার্নালিজম বিভাগের নিয়োগ বোর্ড স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ

ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাকসুর মশা নিধন কর্মসূচি

২০২৫-২৬ শিক্ষাবর্ষের রুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত