বাংলাদেশ নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল কর্তৃক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) বন্ধসহ তিন দফা দাবিতে বিক্ষোভের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ২টায় প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, ‘২০ তারিখে শাকসু দিতে হবে দিতে হবে’, ‘ঢাকায় বসে শাকসু বন্ধ করা যাবে না’, ‘স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি।
বিক্ষোভ মিছিলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, আমাদের কথা ছিল ২০ তারিখে উৎসবমুখর পরিবেশে শাকসু নির্বাচন হবে। কিন্তু একটি মহল একদিকে শাকসুর পক্ষে কথা বলে, আবার তাদের কেন্দ্রীয় নেতারা শাকসু বন্ধের দাবিতে বিক্ষোভ করেন, এটি দ্বিচারিতা ছাড়া কিছু নয়। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা যথেষ্ট দুর্বলতা দেখিয়েছেন। এজন্যই শাকসু আজ এই অবস্থায় এসেছে। বারবার বাধার মুখে পড়ছে। আপনারা শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ান। নিজেদের ঘৃণার পাত্রে পরিণত করবেন না। অন্যথায় শিক্ষার্থীরা এর কঠোর পদক্ষেপ নেবে। এজন্য আপনাদের বলছি, আমাদের অভিভাবক হয়ে যথাসময়ে শাকসু আয়োজন করুন। কোনো মববাজ বা বিশৃঙ্খলাকারীদের কাছে মাথা নত না করার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন অব্যাহত রয়েছে।