হোম > ফিচার > ক্যাম্পাস

বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল: রিজভী

প্রতিনিধি, রাবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও রাকসুর সাবেক ভিপি রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল। গণতন্ত্র আর বিএনপি হলো অবিভাজ্য একটি বিষয়। বহুদলীয় গণতন্ত্র আর জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান অবিভাজ্য একটি সংকল্প। এটাকে কখনো খণ্ডিত করা যায়না।'

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিসি ভবনে শাখা ছাত্রদলের আয়োজনে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, গণতন্ত্রের প্রশ্নে এরশাদের সাথে যেমন কোন আপোষ করেনি, তেমন রক্তচোষা হাসিনার সাথেও কোন আপোষ করেনি খালেদা জিয়া। সেই প্রেরণা নিয়ে আমরা কাজ করছি এবং ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়েই ৫ আগস্ট অনুষ্ঠিত হয়েছে এবং সে (শেখ হাসিনা) পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই ৭ নভেম্বর অল্প পরিসরে বলা যায়না। ৭ নভেম্বরেই আমরা সত্যিকারের স্বাধীনতা পেয়েছি। কারণ স্বাধীনতার একজন তূর্য-বাদক লাগে, যিনি নির্ভয়ে সাহসিকতার সাথে স্বাধীনতার যুদ্ধ পরিচালনা করেন। ৭১ সালে নির্দ্বিধায় কালুরঘাট বেতারকেন্দ্র থেকে মেজর জিয়া বলেছিলেন 'আমি জিয়া বলছি, আমি স্বাধীনতার ঘোষণা করছি'। এরই মাধ্যমে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ঠিক একইভাবে ৭ নভেম্বরও একই ব্যাক্তি আবারও রেডিওতে ভেসে উঠলো 'আমি মেজর জিয়া বলছি' বলে। ৭ নভেম্বরের অবদানের মূল নায়ক জিয়াউর রহমান।

রিজভী বলেন, 'রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে একটি সহাবস্থান তৈরি হয়েছে যা গত ফ্যাসিবাদ আমলে ছিলনা। ফ্যাসিবাদ যেখানে জন্মলাভ করে এবং বিকাশলাভ করে সেখানে গণতন্ত্রের নূন্যতম যায়গা থাকেনা। ফ্যাসিবাদের ছোবলে যখন গণতান্ত্রিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, সংবাদপত্র এবং মতপ্রকাশের স্বাধীনতা আক্রান্ত হয়, তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোও আক্রান্ত হয়। শেখ হাসিনার একনায়কতন্ত্র শাসন নয়, সেটা তার থেকেও খারাপ অর্থাৎ ফ্যাসিবাদী শাসন ছিল। সেসময় ক্যাম্পাসে কোনো সহাবস্থান ছিলনা। সেসময় বিশ্ববিদ্যালয় ছাত্রদল নির্বিঘ্নে কাজ করতে পারেনি। ছাত্রদলের নেতাকর্মীরা ক্লাসরুম, লাইব্রেরিতে নির্বিঘ্নে যেতে পারেনি। সেই পরিস্থিতি ছাত্রদলকে ১৫-১৬ বছর অতিক্রম করতে হয়েছে।'

সাংবাদিক শামছুর ইসলামের বিরুদ্ধে জিডি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রুয়েটের ছাত্রলীগ নেতা তাহেরকে পুলিশে সোপর্দ

পোষ্য কোটা বাতিল করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সফলতার জন্য পরিশ্রমের অবদান ৯০ ভাগ: ড. নিয়াজ আহমদ খান

‘ডাকসু-জাকসুর ভিপি, জিএস ও এজিএসরা ছিলেন ছাত্রলীগের’

পতিত আ.লীগের নাশকতা ঠেকাতে জাতীয় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

ব্রাকসু নির্বাচনের জন্য নতুন নির্বাচন কমিশন গঠন

শিবিরের উদ্যোগে শাবির আবাসিক হলে পানির ফিল্টার স্থাপন

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস পরিদর্শন

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে চবিতে মানববন্ধন