হোম > ফিচার > ক্যাম্পাস

নারী ভোটারদের উপস্থিতি বেশি

চাকসু নির্বাচন

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের মোট পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এর আগে সকাল সাড়ে সাতটা থেকে শাটল যোগে শতশত শিক্ষার্থী নগর থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেন। ভোর থেকেই বিশ্ববিদ্যালয় বিভিন্ন পয়েন্টে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দুই হাজার সদস্য মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে।

সকাল নয়টায় সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদে গিয়ে দেখা যায়, ভোটাররা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন৷ পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি। নির্বাচন কমিশন থেকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা পরিচয়পত্র তল্লাশি করে ভোটারদের কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করছেন৷ এছাড়াও প্রতিটি কক্ষে বিএনসিসি সদস্যরা দায়িত্ব পালন করছেন। ওই অনুষদের ২৫টি কক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে। এই কেন্দ্রে প্রীতিলতা ও বিজয় ২৪ হলের ৪ হাজার ভোটার ভোট দিবেন৷

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান, সায়েন্স, কলা অনুষদ, আইটি ভবনসহ মোট পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে।

দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা জানিয়েছেন, প্রত্যেক শিক্ষার্থীর আইডি কার্ড তল্লাশি করে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে। এছাড়া ভোট প্রদান কক্ষে প্রবেশের পর ছবিযুক্ত ভোটার তালিকা দেখে পরিচয় নিশ্চিত করা হচ্ছে। এরপরই ব্যালট দেওয়া হচ্ছে ভোটারের হাতে।

তারা আরও জানিয়েছেন, ওএমআর পদ্ধতিতে চাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা পছন্দের প্রার্থীর নামের পাশে নির্দিষ্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করবেন৷ তারপর ব্যালট বাক্সে ব্যালট ফেলবেন৷

শিক্ষার্থীরা জানিয়েছেন, ৩৬ বছর পর চাকসু নির্বাচন হচ্ছে। এবারই প্রথম তারা ভোট দিতে এসেছেন চাকসুতে। বিগত একতরফা জাতীয় নির্বাচনগুলোতে ভোট প্রদানের সুযোগ না পাওয়ায় ছাত্র সংসদ নির্বাচনের ভোটে উৎসাহ কাজ করছে। এমনকি ভোট দিতে অনেকে সারারাত নির্ঘুম ছিলেনই বলেও জানান কেউ কেউ।

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় জাকসুর নিন্দা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ঢাকা কলেজ

পরিবর্তনের প্রত্যাশায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

শাকসু নির্বাচন বন্ধে হাইকোর্টে রিট, শিক্ষার্থীদের বিক্ষোভ