চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সিন্ডিকেট সভায় অবৈধ নিয়োগের অভিযোগে উপাচার্য, দুই উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা।
অবস্থান কর্মসূচিতে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, গত দেড় বছরে নিয়োগের নামে দলীয়করণ করা হয়েছে। যত অবৈধ নিয়োগ হয়েছে, তা অবিলম্বে বাতিল করতে হবে। পাশাপাশি উপাচার্য, দুই উপ-উপাচার্য ও রেজিস্ট্রারকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীবান্ধব কোনো কাজ করছে না। তারা শুধু নিয়োগ নিয়েই ব্যস্ত। হাতে গোনা কিছু কাজ দেখিয়ে দায়সারা হচ্ছে। এই প্রশাসনের পদত্যাগ ছাড়া কোনো বিকল্প নেই।
এর আগে, গত বুধবার নিয়োগের বিষয়ে তদন্ত করতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু নিয়োগ পরীক্ষার ফলাফল হাতে না পাওয়ায় নিয়োগ বৈধ না অবৈধ সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুদক। এ ছাড়াও এক সিন্ডিকেট ১৫০ জন নিয়োগের অভিযোগের সত্যতা পায়নি দুদক।