হোম > ফিচার > ক্যাম্পাস

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে প্রত্যাশা ও রাজনৈতিক দর্শনের সংকলন

‘আমি কোনো আগন্তুক নই’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রতিনিধি, ঢাবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে প্রত্যাশা, বিশ্লেষণ ও সাহিত্যিক মূল্যায়নের সংকলন ‘আমি কোনো আগন্তুক নই’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত এ প্রকাশনা অনুষ্ঠানে দেশের রাজনৈতিক, একাডেমিক ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সম্পাদক মাহবুব মুর্শেদ, প্রকাশক মাহবুব রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে।

প্রকাশক আদর্শ প্রকাশনীর সম্পাদক মাহবুব রহমান বলেন, বইটি একটি রাজনৈতিক মুহূর্তের দলিল। এখানে কবিতা, প্রবন্ধ ও বিশ্লেষণের মাধ্যমে তারেক রহমানকে ঘিরে জনমানুষের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরা হয়েছে। গ্রন্থটি সংকলন করেছেন মারুফ মল্লিক ও এহসান মাহমুদ।

বইয়ের বিষয়বস্তু:

বইটিতে তারেক রহমানের দেশে ফেরা পরবর্তী রাজনীতি, গণতন্ত্র, অর্থনৈতিক ক্ষমতায়ন, রাষ্ট্র ও জনগণের সম্পর্ক, সহনশীলতা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়েছে। এতে প্রশ্ন তোলা হয়েছে- তারেক রহমান কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা বাস্তবায়ন করবেন, আপসহীন নেত্রী খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামকে এগিয়ে নেবেন, নাকি ভোটাধিকার বঞ্চিত জনগণের প্রত্যাশা পূরণে নতুন রাজনৈতিক পথরেখা আঁকবেন?

গ্রন্থে কবিতা, নিবন্ধ ও রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরা হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের বাস্তবায়ন কেমন হতে পারে এবং কীভাবে সব ধর্ম, বর্ণ ও মতের মানুষের জন্য নিরাপদ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

উল্লেখযোগ্য লেখা ও লেখক:

গ্রন্থে কবিতা লিখেছেন আবু সালেহ, এনায়েত রসুল, আবদুল হাই শিকদার ও রেজাউদ্দিন স্টালিন।

নিবন্ধে লিখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. মারুফ মল্লিক, ড. আ ন ম এহছানুল হক মিলন, ফারুক ওয়াসিফ, মাহবুব মুর্শেদ, সালাহ উদ্দিন শুভ্রসহ একাধিক লেখক।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন কেবল একটি উৎসব নয়, এটি একটি বড় রাজনৈতিক প্রত্যাশার প্রতীক।

তিনি বলেন, “বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন এসেছে। এই পরিবর্তন ধারণ করতে না পারলে বিএনপিরও ভবিষ্যৎ নেই।”

তিনি সহনশীলতা, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবিক রাজনীতির ওপর গুরুত্ব দিয়ে বলেন, রাজনৈতিক নেতৃত্বকে গণমাধ্যমের সমালোচনা সহ্য করতে শিখতে হবে।

কার্টুন ও ব্যঙ্গচিত্র প্রসঙ্গে তারেক রহমানের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “কার্টুন করার অধিকার নিশ্চিত করতেই তো ১৫ বছর আন্দোলন হয়েছে। গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করবে।"

অর্থনৈতিক গণতন্ত্রের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে। নারীর ক্ষমতায়ন, গ্রামীণ অর্থনীতি, ক্ষুদ্র উদ্যোক্তা, ডিজিটাল কর্মসংস্থান এবং সরকার-বেসরকারি খাত–

-এনজিওর অংশীদারিত্বের মাধ্যমে উন্নয়ন বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

সংকলক পরিচিতি:

সংকলক মারুফ মল্লিক সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করে আন্তর্জাতিক রাজনীতি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণা করেছেন। জার্মানি ও সুইডেনে উচ্চশিক্ষা শেষে বর্তমানে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গবেষণা ও লেখালেখিতে যুক্ত।

অন্যদিকে এহসান মাহমুদও একজন সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে উপন্যাস, কবিতা ও রাজনৈতিক বিশ্লেষণমূলক বই।

অনুষ্ঠান শেষে অতিথিরা বলেন, ‘আমি কোনো আগন্তুক নই’ শুধু একটি বই নয়, এটি সমসাময়িক বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ ভাবনার একটি দলিল।

গ্রন্থের সংকলক এহসান মাহমুদ বলেন, ‘আমি কোনো আগন্তুক নই’ কোনো ব্যক্তিকেন্দ্রিক তোষণমূলক বা তৈলমর্দনকারী বই নয়। তিনি বলেন, বইটি প্রকাশের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রতিক্রিয়া দেখা গেছে, তা আমাদের গণমাধ্যম পাঠ ও রাজনৈতিক বোঝাপড়ার জায়গায় এক ধরনের সংকটের ইঙ্গিত দেয়।

সংকলক হিসেবে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “এই বইয়ে মূলত লেখকরা তুলে ধরেছেন- তারা কেমন বাংলাদেশ দেখতে চান। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর যদি বিএনপির সামনে রাষ্ট্র পরিচালনার সুযোগ আসে, তাহলে কীভাবে আরেকটি ফ্যাসিবাদী পথ এড়িয়ে গণতান্ত্রিক, মানবিক ও সহনশীল রাষ্ট্র গড়ে তোলা যায়- সেই সতর্কবার্তাই এখানে দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “এই বই কোনো পক্ষের বন্দনা নয়; এটি একটি সম্ভাবনাময় রাজনৈতিক ভবিষ্যতের জন্য দায়িত্বশীল প্রশ্ন তোলার প্রয়াস।”

রাবিতে শহীদ ওসমান হাদি স্মরণে আলোচনা ও নিবেদিত কবিতা পাঠ

হাবিপ্রবিতে ৫৭৬ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন

শাবিপ্রবিতে ভর্তি আবেদন ৭২ হাজার শিক্ষার্থীর

হাদির হত্যার প্রতিবাদে যোগ দেওয়ায় ছাত্রদল নেতার পদ স্থগিত

জাবিতে প্রক্সি দিতে আসা ঢাবি শিক্ষার্থীসহ দুইজনকে কারাদণ্ড

বেরোবিতে দুই ভবনের নাম পাল্টে শহীদ আবরার ফাহাদ-ওসমান হাদি নামকরণ

হাদির পাশে দাঁড়ানোর মতো এই বাংলাদেশে কেউ নেই: রাবি উপাচার্য

কুবিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ‘উষ্ণতার দেওয়াল’

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থি ৬ ডিনের পদত্যাগ

ওসমান হাদি হত্যার বিচার চাইলেন চবির শিক্ষকরা