হোম > ফিচার > ক্যাম্পাস

জবি ছাত্রদল নেতাকে হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

প্রতিনিধি, ইবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসাইনের হত্যার প্রতিবাদে তৎক্ষণাৎ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।

মিছিলে নেতাকর্মীরা ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলেনা’; ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’; ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’; ‘জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘একশান টু একশান, ডাইরেক্ট একশান’; ‘ছাত্রদলের একশান, ডাইরেক্ট একশান’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই’; ‘ক্যাম্পাসে লাশ পড়ে, ইন্টেরিম কি করে’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে ইবি ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জুবায়েদকে কে বা কারা হত্যা করেছে। এই খুনি কারা জাতীয়তাবাদী ছাত্রদল তা জানতে চায়। যারা এই হত্যাকাণ্ডের জড়িত তাদেরকে শীঘ্রই গ্রেপ্তার করতে হবে। এছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে কিন্তু এখনো তার খুনিদের গ্রেপ্তার করা হয় নাই। আমরা এই সরকারকে আর সময় দিবো না। আমরা বলতে চাই অতি দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, জুবায়েদ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িতসহ সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি নিশ্চিত করতে হবে।

আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘৫ আগস্টের পর এক পরিবর্তিত দেশ চেয়েছিলাম অথচ আজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাম্য কে হত্যা করা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাজিদ আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে, আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদকে হত্যা করা হয়েছে। অবিলম্বে জুবায়েদের খুনিদের গ্রেপ্তার করতে হবে। তিন মাস পেরিয়ে গেলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যর্থ প্রশাসন, কুষ্টিয়ার প্রশাসন সাজিদের খুনিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। খুনিদের গ্রেফতার করা না পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না।’

তিনি আরো বলেন, ‘ভিসি, প্রোভিসি, ট্রেজারার স্যারদের অফিসের সময় ফুরিয়ে আসছে। এরপর আপনাদের অফিস কর‍তে হবে আমবাগানে নইলে মেইন গেটের বাইরে। কোন জুজুর ভয়ে আপনারা সাজিদের খুনিদের গ্রেফতার করছেন না, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে তার জবাব দিতে হবে। আমাদের আমার ভয় হয়, কখন কোন হল থেকে আমরা লাশের গন্ধ পাই, কখন কাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। আমাদের দাবি মেনে নেওয়া না হলে বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে।’

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, আবু দাউদ, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ, সাব্বির হোসেন, নূর উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী।

শাকসু নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের

পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের জবি শাখার নেতৃত্বে জহিরুল–ফাহিম

বিচার যেন গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে: জবি উপাচার্য

গবেষণা ও উদ্ভাবনের নবদিগন্তে

দীপাবলির আলোয় জোবায়েদ স্মরণে জবি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজে মশাল মিছিল

নকল গবেষণাপত্র বিতর্ক: শেকৃবি ভিসির সিভিতেই যুক্ত ছিল সেই প্রবন্ধ

হাবিপ্রবিতে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

জুবায়েদ হত্যার বিচারের অগ্রগতি না হলে কর্মসূচির হুঁশিয়ারি