হোম > ফিচার > ক্যাম্পাস

ডাকসুর চূড়ান্ত ফল ঘোষণা: বড় ব্যবধানে শিবির প্যানেলের জয়

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। বুধবার সকালে চূড়ান্ত ফলাফল ঘেষাণা করা হয়।

এতে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন ১৪০৪২ ভোট। আর ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫৭০৮ ভোট।

জিএস তথা সাধারণ সম্পাদক পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এসএম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোটে পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী হামিম ৫২৮৩ ভোট পেয়েছেন।

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের মহিউদ্দিন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর আল হাদী মায়েদ ৫ হাজার ৬৪ ভোট পেয়েছেন।

এছাড়া অন্যান্য পদে জয়ী হয়েছেন- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, ফাতেমা তাসনিম জুমা। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, ইকবাল হায়দার। কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, উম্মে ছালমা।

আন্তর্জাতিক সম্পাদক, জসীমউদ্দিন খান। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)। গবেষণা ও প্রকাশনা সম্পাদক, সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র)। ক্রীড়া সম্পাদক, আরমান হোসেন। ছাত্র পরিবহন সম্পাদক, আসিফ আব্দুল্লাহ। সমাজসেবা সম্পাদক, যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)।

ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক, মাজহারুল ইসলাম। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক, এম এম আল মিনহাজ। মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক, মো. জাকারিয়া। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জুলাই আন্দোলনের পরিচিত মুখ সানজিদা আহমেদ তন্বী। স্বতন্ত্র প্রার্থী তন্বী ভোট পেয়েছেন ১১ হাজার ৭৭৭টি।

এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হয়েছে ১৩টি পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১ হাজার ৩৫ জন।

ডাকসুতে এবার মোট ভোটার ছিল ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন ভোটার ছিল।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।

ঢাকা কলেজে শহীদ ওয়াসিম স্মৃতি সংসদের সদস্য সংগ্রহ সপ্তাহ শুরু

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ক্লাস–পরীক্ষা বর্জন

জাবিপ্রবিতে ছাত্র হলের নাম পরিবর্তনে গণভোট

দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে চবিতে ফ্রি লিগ্যাল এইড সেল চালু

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় জাকসুর নিন্দা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ঢাকা কলেজ

পরিবর্তনের প্রত্যাশায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ