হোম > ফিচার > ক্যাম্পাস

নিজ হাতে ধান কাটলেন বাকৃবি উপাচার্য

প্রতিনিধি, বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আমন বীজ ধান কর্তন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে খামার ব্যবস্থাপনা শাখার তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া মিনি ট্রাক্টরের মাধ্যমে ধান কেটে বীজ ধান কর্তন কর্মসূচির উদ্বোধন করেন।

বাকৃবির প্রধান খামার তত্ত্বাবধায়ক মো. জিয়াউর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান , ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল হক, রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন , কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবীর , প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম, পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন শাখা, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা, সহকারী প্রক্টর, সাধারণ সম্পাদক সোনালী দল, প্রধান প্রকৌশলী, পরিচালক কৃষি মিউজিয়াম, পরিচালক (ভারপ্রাপ্ত), ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ, পরিচালক জনসংযোগ ও প্রকাশনা দফতরসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আজকে আমরা যে ধান কর্তন করেছি তা মূলত বীজ ধান বিনা-২৮ যা ভবিষ্যৎ প্রজন্মের উৎপাদনশীলতার স্বপ্ন বহন করে। এই বীজ ধান বিএডিসি থেকে শুরু করে সরকারি ও বেসরকারি বিভিন্ন সেক্টরের মাধ্যমে সারাদেশের খামারিদের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে উৎপাদন করা হচ্ছে। এই ধানের উৎপাদনশীলতা, পারফরম্যান্স এবং অভিযোজন ক্ষমতা অত্যন্ত গুরুত্বের সাথে যাচাই-বাছাই করা হয়েছে। বাকৃবি খামার ব্যবস্থাপনা শাখা দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে বীজ উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছে, যা আজকের এই সফলতার অন্যতম ভিত্তি।

১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না শাকসু নির্বাচন

বিশ্বব্যাপী প্রযুক্তির অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: চুয়েট ভিসি

ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত

বন্ধের সিদ্ধান্তে হল ছাড়ছেন ঢাবির শিক্ষার্থীরা, থেকে যাচ্ছেন কেউ কেউ

ঢাবির পর বন্ধ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি শিক্ষার্থীদের নিরাপত্তা–আবাসন সংকট, ৪ দফা দাবি ছাত্রশিবিরের

বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আত্মবিশ্বাসী করেছে

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

নিরাপত্তা বিবেচনায় রোববার জবিতে ক্লাস–পরীক্ষা বন্ধ

‘সমাজকল্যাণের’ জয়ে শিক্ষার্থীদের জোড়া খাসি উপহার ছাত্রদল নেতার