হোম > ফিচার > ক্যাম্পাস

ইবির আওয়ামীপন্থি দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত

প্রতিনিধি, ইবি

জুলাই-আগস্ট অভ্যুত্থান বিরোধীতাকারী ২ শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে তাদের সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

সাময়িক বরখাস্তকৃত এই দুই শিক্ষক হলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড.শেলীনা নাসরীন এবং ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসান।

অফিস আদেশে বলা হয়, গত জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব সময়কালীন অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিপ্লব বিরোধী ভূমিকা চিহ্নিতকরণের জন্য ভাইস-চ্যান্সেলর মহোদয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আপনার বিরুদ্ধে উক্ত কর্মকাণ্ডে প্রত্যক্ষ জড়িত থাকার অভিযোগে ৩০/১০/২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম (সাধারণ) সভার ১২৩নং সিদ্ধান্ত মোতাবেক সিন্ডিকেটের তারিখ থেকে আপনাকে চাকুরী হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন আপনাকে জীবন-ধারণ ভাতা প্রদান করা হবে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ জুলাই-আগস্ট অভ্যুত্থান বিরোধী ভূমিকায় অবতীর্ণ হওয়া শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের চিহ্নিত করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে প্রশাসন। পরে প্রত্যক্ষদর্শী কর্তৃক প্রদত্ত লিখিত ও মৌখিক অভিযোগ, তথ্যচিত্র, ভিডিও এবং পত্রিকার খবরের ভিত্তিতে এসব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের জুলাই-আগস্ট অভ্যুত্থান-বিরোধী কার্যকলাপের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং সর্বশেষ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ৩০ অক্টোবর ২৭১তম সিন্ডিকেট সভায় ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় ইবি প্রশাসন।

গাভির ওলান প্রদাহ রোগ নির্ণয় ও চিকিৎসা উদ্ভাবনে কর্মশালা

ঢাবিতে ১৮তম ‘টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট’ উদযাপিত

২৪ ঘণ্টার মধ্যে রেজিস্ট্রারের অপসারণ চায় রাকসু

নগদ-এ ক্যাডেট কলেজের ভর্তি আবেদন ফি চার্জ ফ্রি

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপিত

ব্রাকসুর ভোট বানচালের নয়া কৌশল নিয়ে শঙ্কা

পোশাক নিয়ে রাবি প্রশাসনের বিজ্ঞপ্তি

১৩ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গাকৃবিতে ওরিয়েন্টেশন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ‘শান্তি চুক্তি’, আসেনি সিটি কলেজ

পিআর অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন, সা. সম্পাদক আবু সাদাত