বেগম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে তফসিল ঘোষণা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা স্পষ্ট করে বলেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তফসিল ঘোষণা না হলে শিক্ষার্থীরা যা করবে এর জন্য প্রশাসন দায়ী থাকবে।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড.শাহজামান বরাবর স্মারকলিপি প্রদান ও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেইটে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।
একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহাম্মাদুল হক আলবীর বলেন, তফসিল ঘোষণা না করার ফলে আমরা শিক্ষার্থীরা একটা দোদুল্যমান অবস্থার মধ্যে আছি। নির্বাচন আদৌ হবে কিনা তা আমরা স্পষ্ট নয় । আমাদের দাবি এক দিনের মধ্যে যেন তফসিল ঘোষণা করা হয়। এ প্রশাসন আমাদের দাবি আদায় সর্বদা সচেষ্ট থাকবে। যদি তারা আমাদের দাবি আদায়ে ব্যর্থ হয় তাহলে শিক্ষার্থীরা যা করবে এর জন্য প্রশাসন দায়ী থাকবে।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, গঠনতন্ত্র পাওয়ার ২০ দিন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। তবু নির্বাচন নিয়ে কোন স্পষ্ট বার্তা আমরা পাচ্ছি না। তাই আমরা আজকে স্মারক লিপি দিয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তারা যদি সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা না করে এর জন্য কোন অস্থির পরিস্থিতি ক্যাম্পাসে যদি সৃষ্টি হয় তাহলে সম্পূর্ণ দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।