হোম > ফিচার > ক্যাম্পাস

ফাজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঢাবির দুই শিক্ষার্থী

প্রতিনিধি, ঢাবি

ইরানের শিরাজে অনুষ্ঠিত ৪৩তম ফাজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ট্যালেন্ট ক্যাম্পাসে আমন্ত্রণ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি (টিএফপি) বিভাগের দুই সাবেক শিক্ষার্থী।

টিএফপি বিভাগের সাবেক শিক্ষার্থী কাজী মহাদি মুনতাসির এ বছর ট্যালেন্ট ক্যাম্পাসে মেন্টর হিসেবে আমন্ত্রণ পেয়েছেন। এর আগে তিনি অংশগ্রহণকারী হিসেবে যোগ দিয়েছিলেন; এবার আন্তর্জাতিক মেন্টর হিসেবে তিনি পরিচালনা করবেন মাস্টারক্লাস, সেমিনার ও হাতে-কলমে প্রশিক্ষণ সেশন।

এদিকে বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী মোবারক হোসেন জুয়েল আমন্ত্রণ পেয়েছেন তার “পৈত্রিক ভিটা” চলচ্চিত্রের জন‍্য।

ফাজর চলচ্চিত্র উৎসবের ট্যালেন্ট ক্যাম্পাসে ইরান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইতালি, রাশিয়া, চীন ও জাপানসহ বিশ্বের বহু দেশের চলচ্চিত্র শিক্ষার্থীরা অংশ নেন।

টেলিভিশন চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারপার্সন সাইয়্যিদ শাহজাদা আল কারীম বলেন,“এই আন্তর্জাতিক স্বীকৃতি বিভাগের একাডেমিক ও সৃজনশীল পরিমণ্ডলের ধারাবাহিক সাফল্যের প্রতিফলন। ২০১৮ সালে কাজী মহাদি মুনতাসির ও জোসেফ মেহেদী প্রথম এই কর্মসূচিতে অংশ নেয়। সেখান থেকে উঠে এসে এবার মুনতাসির মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন; পাশাপাশি সদ্য পাশ করা শিক্ষার্থী মোবারক হোসেন জুয়েলও আমন্ত্রণ পেয়েছেন।”

তিনি আরও বলেন,“বিশ্বমানের চলচ্চিত্র উৎসবে আমাদের শিক্ষার্থীদের এমন অংশগ্রহণ প্রমাণ করে যে বাংলাদেশের তরুণ নির্মাতারা আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই নিজেদের অবস্থান সুদৃঢ় করছেন। শিক্ষার্থীদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে টিএফপি বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ।”

জাবিপ্রবিতে ছাত্র হলের নাম পরিবর্তনে গণভোট

দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে চবিতে ফ্রি লিগ্যাল এইড সেল চালু

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় জাকসুর নিন্দা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ঢাকা কলেজ

পরিবর্তনের প্রত্যাশায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন