হোম > ফিচার > ক্যাম্পাস

এবার ঢাবির জহুরুল হক হলে ধূমপান-মাদক সেবন নিষিদ্ধ

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রকাশ্যে ধূমপান ও মাদক সেবনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হল প্রশাসন। প্রকাশ্যে ধূমপানরত অবস্থায় ধরা পড়লে প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ থেকে ৩০০ টাকা জরিমানা এবং মাদক সেবন বা সংরক্ষণের প্রমাণ মিললে অভিভাবক ডেকে বহিষ্কার করা হবে বলে জানানো হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) প্রাধ্যক্ষের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে দেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এছাড়া ইয়াবা, গাঁজা, হেরোইনসহ যে কোনো প্রকার মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে।

সকল শিক্ষার্থীকে সেই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়ে বিজ্ঞপ্তিতে।

এর আগে গত জুনে ঢাবির স্যার এ এফ রহমান হলে একই ধরনের উদ্যোগ নেন হলটির প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপণ।

তিনি রাষ্ট্রীয় আইন অনুযায়ী হলে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেন এবং ধরা পড়লে ২০০ টাকা জরিমানার কথা জানান। পাশাপাশি মাদক সেবনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট শিক্ষার্থীর অভিভাবককে ডেকে এনে তাকে চিকিৎসা দিয়ে ফের পাঠানোর আহ্বান জানান।

মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল, অর্থ ফেরত দেয়ার নির্দেশ

অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন রাবির ৫ শিক্ষার্থী

জুডোর নবীনবরণ ও বিতর্ক কর্মশালা শুরু হচ্ছে আগামীকাল

জবির ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

গবেষণায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করাই আমাদের অগ্রাধিকার: জবি উপাচার্য

দুই দশক পর জবিতে জকসু সংবিধি পাস

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউএনএফপিএর মধ্যে চুক্তি স্বাক্ষর

গাকৃবির সাথে সুপ্রীম সীড কোম্পানীর চুক্তিপত্র স্বাক্ষরিত

রাবি শিক্ষার্থীর মৃত্যু: বিচারের দাবিতে উপাচার্য বাসভবনের সামনে বিক্ষোভ

শ্লীলতাহানির শিকার জবি ছাত্রী, অভিযুক্ত পলাতক