হোম > ফিচার > ক্যাম্পাস

নিষিদ্ধ আ.লীগের নাশকতার বিরুদ্ধে ইবিতে বিক্ষোভ

প্রতিনিধি, ইবি

নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধ, জুলাই সহ সকল গণহত্যার বিচার দ্রুত কার্যকরের দাবি, আইনশৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রশাসনের উদাসীনতার প্রতিবাদ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)ফ্যাসিস্ট শিক্ষকদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন, ইবি শাখা।

বুধবার (১২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে নেতাকর্মীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; ইসলামী ছাত্র আন্দোলন, জিন্দাবাদ জিন্দাবাদ; একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর; আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না; মুজিববাদের আস্তানা, এই বাংলায় হবে না; আমার সোনার বাংলায়, মুজিববাদের ঠাঁই নাই; ইত্যাদি স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, ওপারের প্রেস্ক্রিপশনে এদেশ চলবে, তা এদেশের মানুষ চায়নি। জুলাই-আগস্ট আন্দোলনে ফ্যাসিস্টদের কবর দেয়ার জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। সেখান থেকে দাঁড়িয়ে ফ্যাসিস্টদের ওপারে বসে মাথা তুলে দাঁড়াবার অপচেষ্টা বাংলার ছাত্রসমাজ মেনে নিবে না। বাংলাদেশের মানুষ ৫ আগস্টে যেভাবে ফ্যাসিবাদের বিদায় করেছে, তাদের আর স্বাগত জানাবে না। পতিত হাসিনার সাগরেদরের আস্তানা হতে দিব না। সচিবালয়ে থেকে শুরু করে সব জায়গা থেকে আমরা ফ্যাসিস্টদের অপসারণ চাই।

তিনি আরো বলেন, গত ১৭ বছরে যেভাবে আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছিল তা বিপরীতে পরিপূর্ণ শাস্তির সিদ্ধান্ত এখনো আসেনি। তৎকালীন প্রক্টর আজাদ, যার আদেশে মেস বন্ধ করে দেওয়া হয়েছিল, ছাত্রদের গ্রেপ্তার করা হয়েছিল, এই প্রশাসন তাকে বহিষ্কার করবে আমরা সেই দাবি জানাই। তৎকালীন ছাত্র উপদেষ্টাকে সাময়িক বরখাস্তের বিপরীতে স্থায়ী বহিষ্কার চাই। ৪ তারিখের শিক্ষকরা তাদের সন্তানের বিরুদ্ধে মিছিল দিয়েছে। আমরা তাদের পূর্ণাঙ্গ শাস্তি চাই। এসময় তিনি ইন্টেরিম সরকারকে ৫ দফা মেনে নিয়ে নির্বাচনের আগেই গণভোট এবং পিআর পদ্ধতিতে নির্বাচন দেয়ার দাবি মেনে নেয়ার আহবান জানান।

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় জাকসুর নিন্দা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ঢাকা কলেজ

পরিবর্তনের প্রত্যাশায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

শাকসু নির্বাচন বন্ধে হাইকোর্টে রিট, শিক্ষার্থীদের বিক্ষোভ