হোম > ফিচার > ক্যাম্পাস

দ্বিতীয় ক্যাম্পাসের ২০০ একর জমি বুঝে পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি সংবাদদাতা

কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত ২০০ একর জমির অবশিষ্ট অংশের অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে কেরানীগঞ্জ উপজেলার পশ্চিমদী মৌজায় অবশিষ্ট ১১.৪০ একর জমি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করে। জমি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জনাব মোঃ আঃ হালিম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা আনুষ্ঠানিকভাবে অবশিষ্ট জমির দখল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, পিআরআইপি পরিচালক, প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালকসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সক্রিয় ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক প্রতিনিধিরাও।

প্রসঙ্গত, ২০১৭ সালের একনেক সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের জন্য ২০০ একর জমি অনুমোদিত হয়। এর অংশ হিসেবে ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৮৮.৬০ একর জমি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয়। তবে অবশিষ্ট ১১.৪০ একর জমির হস্তান্তর বিলম্বিত হওয়ায় নির্মাণকাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল।

আজকের জমি হস্তান্তরের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্ণ ২০০ একর জমির দখল বুঝে পেল। এতে করে বহু প্রতীক্ষিত দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়ন ও নির্মাণকাজ আরও গতি পাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় জাকসুর নিন্দা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ঢাকা কলেজ

পরিবর্তনের প্রত্যাশায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

শাকসু নির্বাচন বন্ধে হাইকোর্টে রিট, শিক্ষার্থীদের বিক্ষোভ