হোম > ফিচার > ক্যাম্পাস

শাকসু নির্বাচন: চলছে প্রার্থীদের শেষ দিনের প্রচারণা

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। শেষ দিনের প্রচারণায় প্রার্থীরা গুরুত্ব দিচ্ছেন আবাসিক হল ও মেসগুলোকে।

প্রচারণার শেষ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম। এরই কারণে প্রার্থীরা শেষবারের মতো ভোটারদের কাছে পৌঁছানোর জন্য ছুটছেন হল ও মেসগুলোতে।

নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার বন্ধ করতে হয়। এছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টার মধ্যে প্রচার সীমাবদ্ধ রাখার নির্দেশনা রয়েছে। শাকসু নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সে হিসেবে রোববার সকাল ৯টা পর্যন্ত প্রচারের সময় হিসাব করা হলেও আচরণবিধির কারণে শনিবার রাত ১০টার মধ্যেই প্রচার শেষ করতে হবে।

গত ১২ জানুয়ারি ইসির প্রজ্ঞাপন জারির কারনে মাঝপথে নির্বাচনি প্রচারে ব্যাঘাত ঘটেছে বলে অভিযোগ পার্থীদের। ইসির প্রজ্ঞাপনের কারনে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হলে টানা তিন দিন স্বাভাবিকভাবে প্রচার চালাতে পারেননি প্রার্থীরা এমন অভিযোগ উঠেছে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, দলীয় প্যানেলের সহায়তা না থাকায় তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক প্রার্থী সময় বাড়ানোর জন্য আবেদন করেছেন বলে জানিয়েছেন।

ছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মো. মোস্তাকিম বিল্লাহ বলেন, আজকের আমাদের প্রচারণা উৎসব মুখর হচ্ছে। ১৫ থেকে ২০ টি গ্রুপে ভাগ হয়ে আমরা প্রচারণা চালাচ্ছি। আজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় হলের প্রতিটি রুমে রুমে এবং মেসে পৌঁছানোর চেষ্টা করতেছি।

তিনি আরো বলেন, শাকসু নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলনে আমাদের সময় কেটেছে। প্রশাসনিক জটিলতার কারণে তিন দিন প্রচার করতে পারিনি। তাই আজ “আমরা ২টি প্যানেল ও কিছু স্বতন্ত্র প্রার্থীরা ১৮ জানুয়ারি রাত পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করেছি। তারা (নির্বাচন কমিশন) আমাদের বলেছে সময় বাড়ানো যাবে না। যদি নির্বাচন কমিশন সময় না বাড়ায় আমরা যেকোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। কেননা নির্বাচনে আমাদের জন্যই। একদিন সময় বাড়ালে কোনো ক্ষতি হবে না এবং কারও আপত্তি থাকারও কথা নয়।”

স্বতন্ত্র জিএস প্রার্থী জুনায়েদ হাসান বলেন, সারাদিন ধরে প্রচারণা ব্যস্ত সময় পার করতেছি। তাছাড়া ক্যাম্পাস বন্ধ থাকায় মেসের দিকেই আজ প্রচারণা বেশি করতে হচ্ছে। এছাড়া তিনি আরো বলেন “ইসির প্রজ্ঞাপনের কারণে স্বতন্ত্র প্রার্থীদের বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। এখনো সব আবাসিক হলে যেতে পারিনি। অনেক শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরেও থাকেন। একদিনে এসব এলাকা কাভার করা সম্ভব নয়। বিষয়গুলো বিবেচনায় সময় বাড়ানো উচিত ছিল। আগামীকাল রাত ১০টা পর্যন্ত সময় বাড়িয়ে দিলে আমার মনে হয় সবার উপকার হতো।”

এ বিষয়ে শাকসুর নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড মো নজরুল ইসলাম বলেন, “প্রচারণার সময় কোনোভাবেই বাড়ানো হবে না। অনেকে আবেদন করেছে বাড়ানোর জন্য। এরই প্রেক্ষিতে আমাদের একটি বৈঠক হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে সময় না বাড়ানোর। কেননা জাতীয় নির্বাচন কমিশন আমাদের শর্ত দিয়েছে কোনোভাবে আচরণবিধি লঙ্ঘন না করতে। আর এখন সময় বাড়ালে সেটা আচরণ বিধি লঙ্ঘন হবে। এজন্য সময় বাড়ানো হবে না।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় তিন দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে শাকসু নির্বাচন। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শাকসুতে ছাত্রদলের বিদ্রোহী প্রার্থীর ১৪ দফা ইশতেহার

বেরোবিতে রাবির ভর্তি পরীক্ষায় ডিভাইসসহ এক পরীক্ষার্থী আটক

শাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর প্রচার

রাবি বিকল্প সাহিত্যের নেতৃত্বে সামসুল-ইমরান

শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ-সমাবেশ

রাবি ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে রাকসুসহ বিভিন্ন ছাত্রসংগঠন

ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় জবির বিএনসিসি-রেঞ্জার-রোভাররা

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিতেই হচ্ছে, অনুমতি দিল ইসি

চবিতে উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবি ছাত্রদলের

চবি উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ছাত্রদলের