হোম > ফিচার > ক্যাম্পাস

ঢাবির বিজয় একাত্তর হলের আগুন নিয়ন্ত্রণে

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় হলের এক্সটেনশন অংশে অবস্থিত ক্যান্টিনের দোকানগুলোতে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তারা আগুন লাগার খবর পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চারটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয় এবং কাছাকাছি থাকায় অল্প সময়ের মধ্যেই ইউনিটগুলো সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

হলের শিক্ষার্থীরা জানান, ক্যান্টিনের ভেতরে থাকা একটি খাবারের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ঘটনার সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দ্রুত ভবন থেকে বের হয়ে আসেন।

বিজয় একাত্তর হলের প্রভোস্ট ড. স ম আলী রেজা বলেন, “এক্সটেনশনে ক্যান্টিনে বেশ কয়েকটি দোকান রয়েছে। ধারণা করা হচ্ছে, দোকানগুলোর কোনো একটির সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুনের উৎপত্তি হয়েছে। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, আগুন লাগার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়।

তিনি বলেন, “প্রক্টোরিয়াল টিম আমাকে জানিয়েছে, আগুন এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।” তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক তথ্য তদন্ত শেষে জানা যাবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

রাবিতে পাঁচ দোকানে অভিযান চালিয়ে ৪৮ হাজার টাকা জরিমানা

শাকসু নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা, ভোট গ্রহণ ২০ জানুয়ারি

চীনে এইউপিএফ ও জিডিইউএফএসের ৬০ বছর পূর্তি উদযাপন

ইউজিসিতে আটকে আছে কুকসুর গঠনতন্ত্র

জকসু নির্বাচনে প্রার্থীদের তালিকা প্রকাশ

‘জুলাই আন্দোলনের মানসিক চাপ এখনো বহন করছে শিক্ষার্থীরা’

রাজধানীর দয়াগঞ্জ মোড়ে জবি শিক্ষার্থীদের ওপর হামলা

৬ ডিসেম্বর পর্যন্ত শেকৃবি বন্ধ ঘোষণা

ছয় ঘন্টা পর রেল অবরোধ প্রত্যাহার রাবি শিক্ষার্থীদের

১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না শাকসু নির্বাচন