হোম > ফিচার > ক্যাম্পাস

জকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ স্থগিত

প্রতিনিধি, জবি

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বুধবার জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান-এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় জকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচনী তফসিলের ক্রম-১২ অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কার্যক্রম স্থগিত করা হলো। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে উল্লেখ করা হয়।

তফসিল অনুযায়ী, গত ৫ নভেম্বর জকসু নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর ১৩ নভেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল এবং ১৯ ও ২০ নভেম্বর সেগুলো বাছাই সম্পন্ন হয়। পরবর্তীতে ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয় এবং ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হয়।

এছাড়াও তফসিল অনুযায়ী ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন নির্ধারিত ছিল, যা ভূমিকম্প পরবর্তী পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে। তফসিল অনুসারে ৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয় এবং ৯ ডিসেম্বর প্রত্যাহার হওয়া প্রার্থীদের তালিকা প্রকাশের কথা ছিল।

তফসিল অনুযায়ী ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানোর সময় নির্ধারণ করা হয়। এরপর ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভোটগ্রহণের দিনই ভোট গণনা শেষে ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় জাকসুর নিন্দা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ঢাকা কলেজ

পরিবর্তনের প্রত্যাশায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

শাকসু নির্বাচন বন্ধে হাইকোর্টে রিট, শিক্ষার্থীদের বিক্ষোভ