হোম > ফিচার > ক্যাম্পাস

জকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ স্থগিত

প্রতিনিধি, জবি

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বুধবার জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান-এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় জকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচনী তফসিলের ক্রম-১২ অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কার্যক্রম স্থগিত করা হলো। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে উল্লেখ করা হয়।

তফসিল অনুযায়ী, গত ৫ নভেম্বর জকসু নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর ১৩ নভেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল এবং ১৯ ও ২০ নভেম্বর সেগুলো বাছাই সম্পন্ন হয়। পরবর্তীতে ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয় এবং ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হয়।

এছাড়াও তফসিল অনুযায়ী ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন নির্ধারিত ছিল, যা ভূমিকম্প পরবর্তী পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে। তফসিল অনুসারে ৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয় এবং ৯ ডিসেম্বর প্রত্যাহার হওয়া প্রার্থীদের তালিকা প্রকাশের কথা ছিল।

তফসিল অনুযায়ী ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানোর সময় নির্ধারণ করা হয়। এরপর ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভোটগ্রহণের দিনই ভোট গণনা শেষে ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

যথাসময়ে জকসু নির্বাচন না হলে প্রশাসনকে ক্যাম্পাস ছাড়তে হবে: ঐক্যবদ্ধ জবিয়ান

আন্তর্জাতিক আদালতে সীমান্ত হত্যার বিচারের আহ্বান ডাকসুর

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

২৮ ডিসেম্বর খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি থেকে পরীক্ষা শুরু

আবাসিক হলগুলোয় মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র, উদাসীন প্রশাসন

ডাকসুর মুক্তিযুদ্ধ সম্পাদক কর্তৃক শহীদের সংখ্যা বিকৃতির অভিযোগ ছাত্রশক্তির

শাবিপ্রবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৮ ডিসেম্বর

শিবির সমর্থিত প্যানেলের ভিপি-জিএস প্রার্থীকে শোকজ

চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের আহ্বান ছাত্রসংসদগুলোর

ঢাবির জরাজীর্ণ মেডিকেল সেন্টার আধুনিকায়নে কাজ শুরু