হোম > ফিচার > ক্যাম্পাস

হল রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত ‘বিরাজনীতিকরণের চক্রান্ত’: বাম জোট

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ এবং ‘বিরাজনীতিকরণের চক্রান্ত’ আখ্যা দিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট। সংগঠনটির নেতারা বলছেন, দখলদারিত্ব বন্ধের অজুহাতে নেওয়া এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করবে এবং প্রশাসনপুষ্ট সংগঠনকে একচ্ছত্র আধিপত্যের সুযোগ করে দেবে।

মঙ্গলবার বিকেলে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ জানায় জোটের নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি বিদলীপ রায়, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা, বিপ্লবী ছাত্র যুব-আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তাওফিক প্রিয়া এবং বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল।

লিখিত বক্তব্যে ছায়েদুল হক নিশান বলেন, ‘হল দখল, গণরুম নির্যাতন বন্ধের জন্য প্রশাসনকে সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার কথা ছিল। কিন্তু তার বদলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের মতো জনতুষ্টিবাদী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ডাকসু নির্বাচনের সমসুযোগ ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করবে।’

বক্তারা অভিযোগ করেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দলীয় আনুগত্যে পরিচালিত হচ্ছে, যা শিক্ষার্থীদের নিরাপদ ও গণতান্ত্রিক ক্যাম্পাসের প্রত্যাশাকে ব্যর্থ করেছে। তারা আরো বলেন, বিরাজনীতিকরণের ফলে গুপ্ত রাজনীতি ও নতুন আধিপত্যের পরিবেশ তৈরি হবে, যা ভিন্নমত দমন ও মব ভায়োলেন্স বাড়িয়ে তুলবে।

সংবাদ সম্মেলনে জোটের নেতারা প্রশাসনকে ‘মেরুদণ্ডহীন’ আখ্যা দিয়ে সমালোচনা করে বলেন, ছাত্র রাজনীতি বন্ধ নয়, বরং সকল সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে শিক্ষার্থী-শিক্ষকদের ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলাই সমাধান। কোনো সংগঠনের নেতা-কর্মীরা হলে অপরাধ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।

এসময় জোটের নেতারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপরাজনীতির বলি না হয়ে নিজেদের ও জনগণের অধিকার রক্ষার রাজনীতিতে যুক্ত হতে হবে এবং বিরাজনীতিকরণের পাঁয়তারা রুখে দিতে হবে।’

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় জাকসুর নিন্দা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ঢাকা কলেজ

পরিবর্তনের প্রত্যাশায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

শাকসু নির্বাচন বন্ধে হাইকোর্টে রিট, শিক্ষার্থীদের বিক্ষোভ